সংবাদ শিরোনাম ::
চড়ারহাট শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ অবরুদ্ধ।
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৩:৪১:২৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ২ জুলাই ২০২১
- / ৩৩৯ ৫০০০.০ বার পাঠক
মোঃমাহফুজুর রহমান উপজেলা প্রতিনিধি বিরামপুর (দিনাজপুর)ঃ
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট শহীদ স্মৃতি কলেজের শিক্ষকরা বেতন-ভাতা উত্তোলনের দাবিতে অধ্যক্ষকে দিনভর অবরুদ্ধ করে রাখে।
অঙ্গিকারের শর্তে অবমুক্ত হন অধ্যক্ষ গোলাম মোস্তফা।
শিক্ষকদের অভিযোগ, অধ্যক্ষ গোলাম মোস্তফার গাফিলতি ও দুর্নীতির কারণে দীর্ঘদিন থেকে কলেজে ম্যানেজিং কমিটি নেই।
কলেজের ম্যানেজিং কমিটি গঠন করা হবে মর্মে স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামা দিয়ে অধ্যক্ষ ও শিক্ষকরা ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের এপ্রিল মাস পর্যন্ত ৫ মাসের বেতন উত্তোলন করেন।
অঙ্গীকার দেওয়ার পরও ম্যানেজিং কমিটি গঠন না করায় শিক্ষক-কর্মচারীরা মে মাসের বেতন ভাতা তুলতে পারেনি।
বেতন ভাতা তুলতে না পারায় শিক্ষক-কর্মচারীরা পরিবার পরিজন নিয়ে করোনাকালীন সময়ে মানবতার জীবনযাপন করছে।
এছাড়া আসন্ন ঈদুল আজহা পালন নিয়ে তারা অনিশ্চয়তায় পড়েছেন।
ম্যানেজিং কমিটি গঠনের জন্য শিক্ষক-কর্মচারীরা অধ্যক্ষ গোলাম মোস্তফাকে বার বার বলা সত্বেও তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেননি।
বাধ্য হয়ে শিক্ষক-কর্মচারীরা অধ্যক্ষকে কলেজ কক্ষে দিনভর অবরুদ্ধ করে রাখেন।
পরে অধ্যক্ষ দ্রুততম সময়ে ম্যানেজিং কমিটি গঠনের অঙ্গীকার করে শিক্ষককের অবরুদ্ধ থেকে মুক্ত হন।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক রেজাউর রহমান বলেন, কলেজে ম্যানেজিং কমিটি না থাকার সুযোগে অধ্যক্ষ গোলাম মোস্তফা শিক্ষার্থী ভর্তি, বেতন ও অন্যান্য টাকা কোথায় রাখেন, কিভাবে খরচ করেন তা কাউকে কিছুই জানান না। এভাবে অধ্যক্ষ কলেজের টাকা লুটপাট করে খাচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে অধ্যক্ষ গোলাম মোস্তফা বলেন, মামলা থাকার কারণে কলেজের কমিটি করা যায়নি। তবে এখন বোর্ডের সাথে কথা বলে তিনি অচিরেই ম্যানেজিং কমিটি গঠনের ব্যবস্থা করবেন বলে জানান।
শিক্ষক-কর্মচারীরা বলেন, ম্যানেজিং কমিটি গঠন এবং কলেজের আয়-ব্যয়ের হিসাব অনুসন্ধান করলেই অধ্যক্ষের দুর্নীতির থলের বিড়াল বেরিয়ে আসবে।
আরো খবর.......