সংবাদ শিরোনাম ::
রাজধানীর গুলশানে এসি বিস্ফোরণ॥ দগ্ধ মটরস কর্মকর্তার মৃত্যু

সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৭:০১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
- / ৩৪৭ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্টার।।
রাজধানীর গুলশানে এসি বিস্ফোরণে দগ্ধ উত্তরা মটরসের কর্মকর্তা মেহদাদুর রহমান ডুরান্ড (৫০) মারা গেছেন। গতকাল শুক্রবার (২৫ জুন) দিনগত রাত পৌনে ১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
গত ১৯ জুন গুলশানের নিজ বাড়িতে দগ্ধ হন ডুরান্ড। তাঁকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
ইনস্টিটিউটের চিকিৎসক ডা. ইমু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডুরান্ড রহমান উত্তরা মটরসের ডিএমডি ছিলেন। তাঁর বাসায় এসির গোলযোগ থেকে কোনো কারণে আগুনে দগ্ধ হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় ইনস্টিটিউটে গতকাল শুক্রবার দিনগত রাত পৌনে ১টার দিকে মারা যান তিনি। তাঁর শরীর ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল। এছাড়া ইনহেলেশন বার্ন ছিল।
আরো খবর.......