দিনাজপুরের বিরলে বাংলাদেশ আঃলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত.
- আপডেট টাইম : ১২:০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১
- / ২৩৯ ৫০০০.০ বার পাঠক
সাদেকুল ইসলাম সুবেল দিনাজপুর প্রতিনিধি।।
২৩,জুন বাংলাদেশ আওয়ামী লীগের গৌরব সংগ্রাম ঐতিহ্য সাফল্যের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে
দিনাজপুরের বিরল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত।
বুধবার সকালে উপজেলা দলীয় কার্যালয়ে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তলনের মধ্যে দিয়ে কর্মসূচি শুরু হয়, পরে উপজেলায় আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক (সাগর) ও সাধারন সম্পাদক বাবু রমাকান্ত রায়ের নেতৃত্বে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বঙ্গবন্ধুর সৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক, সাধারণ সম্পাদক বাবু রমাকান্ত রায়, সহ-সভাপতি আক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ রবিউল ইসলাম রবি (পিপি)
সাংগঠনিক সম্পাদক শফিকুল আজাদ (মনি), যুবলীগের সভাপতি যুবরাজ আব্দুল মালেক,
স্বেচ্ছাসেবকলীগের ভারঃ সভাপতি সুরঞ্জিত কুমার (বাবুল), ছাত্রলীগের সভাপতি সোহাগ বাবু, সাধারণ সম্পাদক আল ইমরান সানমুন বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে হাপেজ মোঃ শহিদুল ইসলাম এর পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল শেষে সকল কর্মসূচির সমাপ্তি ঘোষনা করেন- আলহাজ্ব সবুজার সিদ্দিক (সাগর)।