সংবাদ শিরোনাম ::
মুজিব বর্ষ উপলক্ষে বিরামপুরে ভূমিহীন ও গৃহহীন পরিবার মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পেলেন ৩৫০টি বাড়ি।
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৬:০৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
- / ২৫০ ৫০০০.০ বার পাঠক
- রবিবার, ২০ জুন, ২০২১
মোঃ মাহফুজুর রহমান বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।।মুজিব বর্ষের অঙ্গীকার গৃহহীন থাকবেনা আর” এই স্লোগানকে সামনে রেখে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দ্বিতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (২০ জুন) রবিবার সকাল সাড়ে ১০টায় বিরামপুরে ভুমিহীন ও গৃহহীন জনগোষ্ঠীকে মজিববর্ষে সরকার প্রতিশ্রুত আশ্রয়ণ প্রকল্পের ঘর ও জমিসহ আনুষ্ঠানিকভাবে পরিবার গুলোকে বুঝিয়ে দেন বিরামপুর উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন আয়োজিত ঘরের চাবি ও দলিল হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মুঠোফোন সংযুক্ত ছিলেন বিরামপুরের উন্নয়নের রূপকার দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক (এমপি)। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু,উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল,মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, উপজেলা আ.লীগের সহ-সভাপতি শিবেশ কুন্ডু ও নাড়ু গোপাল কুন্ডু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাষ্টার,সিনিয়র সহকারী পুলিশ সুপার একেএম ওয়াহেদুন নবী,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হবিবর রহমান,বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা, বিরামপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ অদৈত্য কুমার অপু,দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর (জিএম) আমজাদ হোসেন,মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম প্রমুখ। অনুষ্ঠানে বিরামপুর উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধাগণ, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সুবিধাভোগী জনগোষ্ঠীর লোকজন উপস্থিত ছিলেন। এসময় মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে দ্বিতীয় পর্যায়ে একযোগে ৫৩ হাজার ৩শত ৪০ টি ভূমিহীনকে ভূমি ও গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় বিরামপুরে ৩ শত ৫০ ভূমিহীনকে জমির দলিল এবং ঘরের চাবি হস্তান্তর করা হয়। এসকল ঘরে বিদ্যুৎ ও সুপেয় পানি সরবরাহের বন্দোবস্ত করা হয়েছে। প্রতিটি জমি ও বাড়ির মালিকানা স্বামী-স্ত্রীর যৌথ নামে দেওয়া হয়েছে। দেশের গৃহহীন প্রতিটি মানুষ ঘর না পাওয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।
আরো খবর.......