সংবাদ শিরোনাম ::
পরীমনী অভিযোগ করার সাথে সাথে পাঁচ জন গ্রেফতার আর আবু আদনান বক্তার স্ত্রী পাঁচদিন ঘুরেও একটা জিডি করতে পারেনি বিভিন্ন জেলায় মানববন্ধন
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৪:১৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
- / ৪৪৩ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্ট।।
গত ১০/০৬/২১ইং তারিখ থেকে আবু আদনান বক্তা সহ চার জনের নিখোঁজের সংবাদ পাইনি স্ত্রী স্বামীর খোঁজে । আইনের দুয়ারে দুয়ারে বলছেন আমি জানি আমারা দুজনই নারী একজন পর্দানশীন আরেকজন বেপর্দা পরীমনী অভিযোগ করার সাথে সাথে পাঁচ জন গ্রেফতার?
এবং আবু আদনান বক্তার স্ত্রী পাঁচদিন ঘুরেও একটা জিডি করতে পারেনি!
তাই বিভিন্ন জেলা তরুণ নেয়েরা সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করছে তাতে মনে হয় আদনান আর তার সহকারীরা ধর্মতে থাকায় এবং ন্যায়-নিষ্ঠা ভাবে বক্তব্য দেওয়ায় বিশাল বড় অপরাধ করেছেন আজ সোশ্যাল মিডিয়ায় আলোচনা ঝড় হচ্ছে।
এবং আজ সংসদে দুই সংসদ সদস্য স্পিকার এবং দলীয় ধর্ম মন্ত্রীর কাছে নিতে হবে আর বক্তার স্ত্রী কোন জিটি ও মামলা প্রশাসন সংস্থা কেন মামলা নিচ্ছেন না।
এই ব্যাপারে সময়ের অনুসন্ধানে নেমেছেন।
আরো খবর.......