ইয়েমেন উপকূলে ভেসে আসছে শরণার্থীদের লাশ
- আপডেট টাইম : ০৮:৩২:০৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
- / ২৩০ ৫০০০.০ বার পাঠক
আন্তর্জাতিক রিপোর্ট।।
ইয়েমেনের রাস আল-আরাহ এর লোহিত সাগর উপকূলে সোমবার বেশ কয়েকটি মৃতদেহ ভেসে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা।
ধারণা করা হচ্ছে, সমুদ্রে শরণার্থীদের কোনও নৌকা হয়ত ডুবে গেছে।
তিনি বলেন, সম্ভবত আল-মোখা উপকূল থেকে ১৮ নটিক্যাল মাইল সমুদ্রের গভীরে শরণার্থীদের একটি নৌকা ডুবে গেছে।
মানবপাচারকারীরা হর্ন অব আফ্রিকার দেশগুলো থেকে এই উপকূল দিয়ে লোকজনকে ইয়েমেনে পাচার করে।
স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার ভোর থেকে রাস আল-আরাহয় মৃতদেহ ভেসে আসতে শুরু করে।
ইথিওপিয়া, ইরিত্রিয়া, সোমালিয়া এবং জিবুতির মত হর্ন অব আফ্রিকার চরম গরিব দেশগুলো থেকে লোকজন বিপজ্জনক সমুদ্র পথ পাড়ি দিয়ে ইয়েমেন আসে। কাজের সন্ধানে তারা উপসাগরের ধনী দেশগুলোতে পৌঁছাতে চায়।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা আইওএম থেকে এক টুইটে বলা হয়, ইয়েমেন উপকূলে হর্ন অব আফ্রিকার দেশগুলো থেকে আসা শরণার্থীদের একটি নৌকা ডুবে যাওয়ার যে খবর পাওয়া গেছে আইওএম তা যাচাই করে দেখছে। আইওএম এর কয়েকটি দল সেখানে পৌঁছেছে এবং কেউ জীবিত থাকলে তার প্রয়োজনে যে কোনও সাহায্য করতে প্রস্তুত আছে।
কোভিড-১৯ মহামারীর বিস্তার রোধে সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি করায় অবৈধ পথে উপসাগরীয় দেশগুলোতে প্রবেশ এখন অনেক কঠিন হয়ে পড়েছে। ফলে ইয়েমেন থেকে অনেক শরণার্থী আবার হর্ন আফ্রিকার দেশগুলোতে ফিরে যাচ্ছেন।