কোনাবাড়ীতে পোশাক কারখানায় আগুন
- আপডেট টাইম : ০২:২৬:১৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
- / ৩০৫ ৫০০০.০ বার পাঠক
- মানসুরা আক্তার কাকলী স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের কোনাবাড়ীতে একটি পোশাক কারখানা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (০৮ জুন) দিবাগত রাত ১২টার দিকে কোনাবাড়ীর কাশিমপুর রোডের শরিফ মেডিকেলের বিপরীত পাশে অবস্থিত জার্সি নীট ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কোনাবাড়ীতে পোশাক কারখানায় আগুন
কোনাবাড়ীতে পোশাক কারখানায় আগুন
খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস জয়দেবপুরের তিনটি ইউনিট, কালিয়াকৈরের দুইটি ইউনিট ও ডিবিএলের একটি ইউনিট প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় রাত সোয়া দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, মঙ্গলবার দিবাগত রাতে টিনসেডের তৈরী মিনি জার্সি নীট ফ্যাশন লিমিটেড নামক কারখানাটিতে আগুনের সূত্রপাত ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।