ভারতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১৭
- আপডেট টাইম : ০৯:০৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
- / ২৭৫ ৫০০০.০ বার পাঠক
ভারতের রিপোর্ট।।
ভারতের উত্তর প্রদেশের কানপুরে একটি ব্রীজ থেকে যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতের দুর্ঘটনায় আহত হন অন্তত ২৪ জন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভি জানিয়েছে, দ্রুতগামী বাসটি একটি ট্রাককে ধাক্কা দেওয়ার পরই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। স্থানীয়দের খবরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। আহতদের হাল্লেত হাসপাতালে ভর্তি করা হয়।
কানপুর রেঞ্জ পুলিশের মহাপরিদর্শক মোহিত আগারওয়াল বলেন, দিল্লি থেকে লখনৌ যাওয়ার পথে কানপুরের সাচেন্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
হতাহতের পরিবারের প্রতি গভীর শোক জানিয়ে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রাদেশিক মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দুর্ঘটনায় যারা মারা গেছেন তাদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি প্রদানের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
খবর পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শোক প্রকাশ করেন। আহতদের চিকিৎসা সহায়তায় ৫০ হাজার রুপি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।