বানানো সামগ্রী বন্ধ করলো এলজি
- আপডেট টাইম : ০৮:৩৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
- / ২৩৮ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্টার।।
মোবাইল ব্যবসা বন্ধ করে দেওয়ার দিকে সর্বশেষ পদক্ষেপটি নিল এলজি। উৎপাদন লাইন থেকে বেরিয়ে গেছে শেষ এলজি ফোনগুলো এবং সোমবারের পর আর ফোন তৈরি করবে না প্রতিষ্ঠানটি।
সম্প্রতি এ খবর জানিয়েছে এশিয়া বিজনেস ডেইলি। এপ্রিলের শুরুতে ফোন ব্যবসা বন্ধ করার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। কিন্তু ঘোষণা দেওয়ার পরও কয়েক মাস ফোন তৈরি অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানটি।
এশিয়া বিজনেস ডেইলি’র প্রতিবেদন বলছে, ভিয়েতনামের যে কারখানায় এলজি স্মার্টফোন তৈরি করতো সেটিকে গৃহস্থালী পণ্য তৈরির কারখানায় রূপান্তর করা হবে।
বছরের পর বছর ফোন বিভাগে লোকসান দেওয়ার পর এলজি নিজেদের ফোন ব্যবসা জুলাইয়ে বন্ধ করে দেবে বলে জানায়। তবে, জুলাইয়ের পরও কিছু ফোন বিক্রি অব্যাহত রাখবে প্রতিষ্ঠানটি। যারা এলজি ফোন কিনবেন, তাদেরকে তিন বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপডেটও দেবে তারা।
এছাড়াও উৎপাদনের তারিখ থেকে চার বছর বিক্রোয়ত্তর সেবাও দেবে এলজি। প্রতিষ্ঠানটি নিজেদের বাজারে উন্মোচিত না হওয়া ভেলভেট ২ প্রো এবং এলজি রোলেবল স্মার্টফোনের সীমিত কিছু সংখ্যক সরবরাহ নিজ দক্ষিণ কোরীয় কর্মীদের কাছে বিক্রি করে দিয়েছে বলে খবর এসেছে।