ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা কোনাবাড়ি পল্লী বিদ্যুৎ পাওয়ার সাবস্টেশনে আগুন তামাক হচ্ছে মাদকের মূল লক্ষ্য -ডাঃ মোঃ নজরুল ইসলাম কিরাটন ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম আমাদের মাঝে আর নেই শিবগঞ্জে সানামসজিদ স্থলবন্দরে হিট স্ট্রোকে ট্রাফিক পরিদর্শকের মৃত্যু গাজীপুরবাসীর জন্য চরম “সৌভাগ্য’ বর্তমান ডিসি এডিসি রেভিনিউ চৌকস ও মেধাবী দুই কর্মকর্তার চিন্তা,চেতনায় কর্মে, সর্বোপরিভাবে সততাকে প্রাধাণ্য দিয়েই দায়িত্ব পালন করছেন জামালপুরে ভোজ্য তেল সিন্ডিকেটের নিয়ন্ত্রনে কিশোরগঞ্জে নিখোঁজের পর ছাত্রলীগ নেতার গলিত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টির জন্য চোখের পানিতে বুক ভাসিয়ে ইসতিসকার নামাজ আদায় মঠবাড়ীয়া তীব্র তাপদাহের হাত থেকে বাঁচতে বৃষ্টির জন্য বিশেষ। প্রার্থনা

মিডিয়াতে কথা বলতে না চাওয়ায় ওসাকার শাস্তি

সময়ের কন্ঠ রিপোর্ট।।

ফ্রেঞ্চ ওপেনে শুরুর দিনই আলোচনায় চলে এলেন নাওমি ওসাকা। তাও আবার কোর্টের পারফরম্যান্সের জন্য নয়। ম্যাচের পর মিডিয়াতে কথা বলার রীতি থাকলেও র্যাঙ্কিংয়ের দুই নম্বর তারকা সেই রীতি না মানার সিদ্ধান্ত নিয়েছেন। যার শাস্তি হিসেবে আর্থিক জরিমানা করা হয়েছে তাকে!

রবিবার প্রথম রাউন্ডে ওসাকা ৬-৪, ৭-৬ (৭-৪) গেমে হারান প্যাত্রিসিয়া মারিয়া টিগকে। এর পর মিডিয়াতে কথা বলার জন্য উপস্থিতি বাধ্যতামূলক হলেও ওসাকা সেটি করেননি। ফলাফল তার ১৫ হাজার ডলার জরিমানা!

অবশ্য গত সপ্তাহেই তিনি ঘোষণা দেন যে, মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে তিনি ফ্রেঞ্চ ওপেনে সংবাদ সম্মেলনে অংশ নেবেন না। কারণ ওসাকা মনে করেন, হারের পর একজন খেলোয়াড়কে এভাবে প্রশ্নবাণে জর্জরিত করা মানে পতিত মানুষকে লাথি মারার শামিল!

কিন্তু পুরো বিষয়টাই টুর্নামেন্টের একটি রীতি। আর এ ধরনের রীতি অনুসরণ না করলে একেবারে গ্র্যান্ড স্লাম থেকে নিষেধাজ্ঞার শাস্তি ঘোষণা করেন আয়োজকরা। চার গ্র্যান্ড স্লামের আয়োজকরা এক বিবৃতিতে তেমন ইঙ্গিতই দিয়েছেন, ‘পরে আরও বড় ধরনের জরিমানাসহ অন্যান্য গ্র্যান্ড স্লামেও নিষিদ্ধ হতে পারেন ওসাকা।’

জাপানের এই তারকা অবশ্য এর পর চুপটি থাকেননি। তিনি যে এই রীতির পরিবর্তন চাইছেন, সেটি আবারও প্রকাশ করেছেন টুইট করে, ‘পরিবর্তন মানুষকে অস্বস্তিকর অবস্থায় ফেলে দেয়।

আরো খবর.......

জনপ্রিয় সংবাদ

রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা

মিডিয়াতে কথা বলতে না চাওয়ায় ওসাকার শাস্তি

আপডেট টাইম : ০৬:৪৯:০৫ পূর্বাহ্ণ, সোমবার, ৩১ মে ২০২১

সময়ের কন্ঠ রিপোর্ট।।

ফ্রেঞ্চ ওপেনে শুরুর দিনই আলোচনায় চলে এলেন নাওমি ওসাকা। তাও আবার কোর্টের পারফরম্যান্সের জন্য নয়। ম্যাচের পর মিডিয়াতে কথা বলার রীতি থাকলেও র্যাঙ্কিংয়ের দুই নম্বর তারকা সেই রীতি না মানার সিদ্ধান্ত নিয়েছেন। যার শাস্তি হিসেবে আর্থিক জরিমানা করা হয়েছে তাকে!

রবিবার প্রথম রাউন্ডে ওসাকা ৬-৪, ৭-৬ (৭-৪) গেমে হারান প্যাত্রিসিয়া মারিয়া টিগকে। এর পর মিডিয়াতে কথা বলার জন্য উপস্থিতি বাধ্যতামূলক হলেও ওসাকা সেটি করেননি। ফলাফল তার ১৫ হাজার ডলার জরিমানা!

অবশ্য গত সপ্তাহেই তিনি ঘোষণা দেন যে, মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে তিনি ফ্রেঞ্চ ওপেনে সংবাদ সম্মেলনে অংশ নেবেন না। কারণ ওসাকা মনে করেন, হারের পর একজন খেলোয়াড়কে এভাবে প্রশ্নবাণে জর্জরিত করা মানে পতিত মানুষকে লাথি মারার শামিল!

কিন্তু পুরো বিষয়টাই টুর্নামেন্টের একটি রীতি। আর এ ধরনের রীতি অনুসরণ না করলে একেবারে গ্র্যান্ড স্লাম থেকে নিষেধাজ্ঞার শাস্তি ঘোষণা করেন আয়োজকরা। চার গ্র্যান্ড স্লামের আয়োজকরা এক বিবৃতিতে তেমন ইঙ্গিতই দিয়েছেন, ‘পরে আরও বড় ধরনের জরিমানাসহ অন্যান্য গ্র্যান্ড স্লামেও নিষিদ্ধ হতে পারেন ওসাকা।’

জাপানের এই তারকা অবশ্য এর পর চুপটি থাকেননি। তিনি যে এই রীতির পরিবর্তন চাইছেন, সেটি আবারও প্রকাশ করেছেন টুইট করে, ‘পরিবর্তন মানুষকে অস্বস্তিকর অবস্থায় ফেলে দেয়।