মিডিয়াতে কথা বলতে না চাওয়ায় ওসাকার শাস্তি
- আপডেট টাইম : ০৬:৪৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
- / ২৭৮ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্ট।।
ফ্রেঞ্চ ওপেনে শুরুর দিনই আলোচনায় চলে এলেন নাওমি ওসাকা। তাও আবার কোর্টের পারফরম্যান্সের জন্য নয়। ম্যাচের পর মিডিয়াতে কথা বলার রীতি থাকলেও র্যাঙ্কিংয়ের দুই নম্বর তারকা সেই রীতি না মানার সিদ্ধান্ত নিয়েছেন। যার শাস্তি হিসেবে আর্থিক জরিমানা করা হয়েছে তাকে!
রবিবার প্রথম রাউন্ডে ওসাকা ৬-৪, ৭-৬ (৭-৪) গেমে হারান প্যাত্রিসিয়া মারিয়া টিগকে। এর পর মিডিয়াতে কথা বলার জন্য উপস্থিতি বাধ্যতামূলক হলেও ওসাকা সেটি করেননি। ফলাফল তার ১৫ হাজার ডলার জরিমানা!
অবশ্য গত সপ্তাহেই তিনি ঘোষণা দেন যে, মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে তিনি ফ্রেঞ্চ ওপেনে সংবাদ সম্মেলনে অংশ নেবেন না। কারণ ওসাকা মনে করেন, হারের পর একজন খেলোয়াড়কে এভাবে প্রশ্নবাণে জর্জরিত করা মানে পতিত মানুষকে লাথি মারার শামিল!
কিন্তু পুরো বিষয়টাই টুর্নামেন্টের একটি রীতি। আর এ ধরনের রীতি অনুসরণ না করলে একেবারে গ্র্যান্ড স্লাম থেকে নিষেধাজ্ঞার শাস্তি ঘোষণা করেন আয়োজকরা। চার গ্র্যান্ড স্লামের আয়োজকরা এক বিবৃতিতে তেমন ইঙ্গিতই দিয়েছেন, ‘পরে আরও বড় ধরনের জরিমানাসহ অন্যান্য গ্র্যান্ড স্লামেও নিষিদ্ধ হতে পারেন ওসাকা।’
জাপানের এই তারকা অবশ্য এর পর চুপটি থাকেননি। তিনি যে এই রীতির পরিবর্তন চাইছেন, সেটি আবারও প্রকাশ করেছেন টুইট করে, ‘পরিবর্তন মানুষকে অস্বস্তিকর অবস্থায় ফেলে দেয়।