গাজিপুরে কে এ সি শিল্প কারখানার পি এম রহিদুল ইসলামের উপর হামলা কৃত সন্ত্রাসীরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছেন।

- আপডেট টাইম : ১১:৩৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১
- / ২৮৪ ১৫০০০.০ বার পাঠক
বিশেষ প্রতিনিধি।।
গাজিপুর মহানগর কাশিমপুর থানার শেখ মনি যুব সংসদের সভাপতি, রহিদুল ইসলামের উপর সন্ত্রাসী হামলা চালানো আাসামীরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছেন।আসামীরা গত ২৬ /০৫/২০২১ প্রতিবাদ সমাবেশের মধ্যদিয়ে নিজ নিজ এলাকায় অবস্থান করছেন বলে জানান,এলাকাবাসী ও ভুক্তভোগী রহিদুল ইসলামের পরিবার।সন্ত্রাসীরা দলের প্রভাব খাটিয়ে,বিরোধী দলীয় সরকার পতনের ডাক দেওয়া জামাত শিবিরের একাধিক মামলার আসামিদের সঙ্গে নিয়ে,আইনকে বৃদ্ধাঅঙ্গুলী দেখিয়ে,বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন।অত্র মামলার আয়ু কাশিমপুর থানারএস আই দীপঙ্কর কে ৩০/০৫/২০২১ দুপুর ১২ টা ৪৫ মিনিটে মুঠোফোনে মামলার বিষয়ে ও আসামীদের গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে।তিনি বলেন অত্র মামলার তিন আসামীকে আমরা গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছি।বাকি আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান।আসামীরা এলাকায় নেই, আমরা গতকালকেও গ্রেফতারের অভিযান চালিয়েছি,আমরা অনতিবিলম্ব আসামীদের গ্রেফতার করতে সক্ষম হবো।আমাদের জানামতে আসামীরা জামিন পেয়েছেন এমন কোনো নথি আমরা পায়নাই।