দাউদকান্দিতে ইয়াবা ও প্রাইভেটকারসহ ১ যুবক আটক
- আপডেট টাইম : ১০:৩৬:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১
- / ২৮৭ ৫০০০.০ বার পাঠক
দাউদকান্দি রিপোর্টার ॥
দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজার বলদাখাল নামক স্থানে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ প্রাইভেটকারের চালক আলমগীর হোসেন(২৪) নামের এক যুবককে আটক করছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। ঘটনাটি ঘটে আজ শুক্রবার সকাল ৯ টায়। সে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মনঘির মথানা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, আজ শুক্রবার সকাল ৯টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজার বলদাখাল নামক স্থানে গোপন সংবাদের ভিওিত্বে দাউদকান্দি সহকারী পুলিশ সুপার(দাউদকান্দি সার্কেল) জুয়েল রানার নিদের্শে দাউদকান্দি মডেল থানার এস আই হারিসুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে কক্রবাজার থেকে ঢাকাগামী (চট্রোমেট্রো-গ-১১-৮৬৪৯) প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ প্রাইভেটকারের চালক আলমগীর হোসেন(২৪)কে আটক করে পুলিশ। দাউদকান্দি সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) জুয়েল রানা জানান, আসামীর বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করে এবং কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।