বাংলাদেশ পুলিশবাহিনীকে কুকুরের সাথে তুলনা করলেন মোন্তা বাহিনীর মোজাম্মেল খাঁন
- আপডেট টাইম : ১১:১৪:৪৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৫ মে ২০২১
- / ২৪৮ ৫০০০.০ বার পাঠক
বিশেষ প্রতিনিধি।।
গাজিপুর মহানগর ২ নং ওয়ার্ড কাশিমপুর থানার লতিপুরের কাউন্সিলর মোন্তা বাহিনীর সদস্য মোজাম্মেল খাঁন, বাংলাদেশ পুলিশ বাহিনীকে কুকুরের সাথে তুলনা করে নিজের
ফেইসবুক আইডি থেকে স্টাটার্স দেন।তিনি বর্তমান বিএনপির কাশিমপুর থানার অন্তরগত বি এনপি নেতা,মোন্তা বাহিনীর সকল সদস্যরাএকত্রিত হয়ে সরকারের বিরুদ্ধে সড়যন্ত্রে লিপ্ত।তারা মুখে আওয়ামীলীগ,সম্পর্ক করে যাচ্ছেন বিএনপির নেতাকর্মী মোজাম্মেল খাঁনদের সাথে।বাংলাদেশ পুলিশ বাহিনী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন দেশের জন্য,কিন্তুু বিরোধী দলের মদদদাতা জামাত শিবিরের লোকজন পুলিশকে হেয় করতে পশুর সাথে তুলনা করে যাচ্ছেন।মোজাম্মেল খাঁন গাজিপুর মহানগর বিশিষ্ট বিএনপি নেতা সওকাত হোসেনের নিবেদিতকর্মী,এরা সকল দলের সাথে সমন্বয় করে আওয়ামী দলের মাথায় কাঠাল ভেঙ্গে কোশ তুলে খাচ্ছেন। এমন জঘন্য কাজ করেও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন।থানা পুলিশ নিরব ভূমিকা পালন করছেন। সমস্যা কোথায় বিএনপির কাছে পুলিশ প্রশাসন কি জিম্মি।