মালি ॥ সামরিক অভ্যুত্থানের পর রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী আটক
- আপডেট টাইম : ০৭:৩৫:৫৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৫ মে ২০২১
- / ২১০ ৫০০০.০ বার পাঠক
আন্তর্জাতিক রিপোর্ট।।
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সামরিক অভ্যুত্থান চালানো হয়েছে। ২৪ মে সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভায় রদবদলের পর ওইদিনই ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। ক্ষমতা দখলের পর দেশটির প্রেসিডেন্ট বাহ নদা, প্রধানমন্ত্রী মক্টর ওয়ান এবং প্রতিরক্ষামন্ত্রী সোলাইমান ডোকুরেকে আটক করেছে তারা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
এ নিয়ে মালিতে মাত্র ৯ মাসের মাথায় দ্বিতীয় দফায় এমন ঘটনা ঘটলো। সোমবার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে আটকের পর তাদের রাজধানী বামাকো-র কাছেই একটি সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। অবিলম্বে তাদের মুক্তির দাবি জানিয়েছে জাতিসংঘ।
মূলত সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভায় রদবদলের ঘটনায় অন্তত দুই জন সেনা কর্মকর্তা বাদ পড়ার ঘটনায় ক্ষুব্ধ হয় দেশটির সেনাবাহিনী। দৃশ্যত এর প্রতিক্রিয়া হিসেবে সেদিনই সামরিক অভ্যুত্থান ঘটানো হয়।
সোমবার আটক হওয়া প্রেসিডেন্ট বাহ নদা নিজেও একজন সাবেক সামরিক কর্মকর্তা। তার সরকারের ভাইস প্রেসিডেন্ট অসীম গোয়েতা-র নেতৃত্বেই এদিন অভ্যুত্থান ঘটানো হয়। গত বছরও তার নেতৃত্বেই নির্বাচিত সরকার হটিয়ে ক্ষমতা দখল করেছিল সেনাবাহিনী।