গাজায় ইসরায়েলের বোমা হামলা যুদ্ধাপরাধের সমান ॥ হিউম্যান রাইটস ওয়াচ

- আপডেট টাইম : ০৬:১৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১
- / ৩১৫ ১৫০০০.০ বার পাঠক
আন্তর্জাতিক রিপোর্ট।।
গাজায় ইসরায়েলের বোমা হামলা যুদ্ধাপরাধের সমান বলে মন্তব্য করেছেন হিউম্যান রাইটস ওয়াচের ইসরায়েল ও ফিলিস্তিন বিষয়ক মুখপাত্র ওমর শাকের। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তার বরাত দিয়ে আল-জাজিরার ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় বাণিজ্যিক এবং আবাসিক ভবনগুলোতে বিমান হামলা চালিয়েছে। ওইসব ভবনে শত শত পরিবারের বসবাস।
ওমর শাকেরের বরাত দিয়ে আরো বলা হয়েছে, নারী ও শিশুসহ বহু মানুষ ইসরায়েলি বোমা হামলায় নিহত হয়েছে। তারা সবাই বেসামরিক নাগরিক। এছাড়া বেসামরিক বহু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২১২ জনে ঠেকেছে। নিহতদের মধ্যে ৬১ জন শিশু এবং নারী রয়েছে ৩৬ জন। এছাড়া অন্তত দেড় হাজার মানুষ জখম হয়েছে।
ইসরায়েলি বাহিনীর তাণ্ডব থেকে রেহাই পেতে শতশত ফিলিস্তিনি পরিবার গাজার উত্তরাঞ্চলে জাতিসংঘ পরিচালিত বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে।
সূত্র: আল-জাজিরা