নিখোঁজ ব্যক্তির নাম: মো: জুবাইদুল হক
পিতার নাম: নুরুল হক
মাতার নাম: মোসা: তানজিলা
বয়স: ৩৯ বছর
উচ্চতা: ৫ ফিট ৮ ইঞ্চি
গায়ের রং: স্যামলা
উপরোক্ত ব্যক্তি বিগত ১৫ ডিসেম্বর রবিবার চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে নিখোঁজ হয়েছেন। তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তিনি নিখোঁজ হওয়ার পর স্থানীয় থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে বলে জানিয়েছেন নিখোঁজের স্ত্রী ফাতেমা খাতুন।
কেউ যদি সন্ধান পেয়ে থাকেন বা দেখে থাকেন, তাহলে নিম্নের ঠিকানা/মোবাইল নম্বরে সন্ধান দেয়ার জন্য অনুরোধ করা হলো।
যোগাযোগের ঠিকানা:
বাসা নাম: মো: জুবাইদুল হক
গ্রাম: রামকৃষ্টাপুর মাঝপাড়া
পোস্ট: বটতলাহাট
থানা: সদর মডেল
জেলা: চাঁপাইনবাবগঞ্জ
মোবাইল নম্বর: 01721148639
পরিবারের পক্ষ থেকে এই নম্বরে যোগাযোগ করার জন্য আকুল অনুরোধ করা হলো।
প্রিন্ট
নিজস্ব সংবাদ : 




















