“””কবিতা”””
- আপডেট টাইম : ০৫:২৮:৩২ অপরাহ্ণ, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
- / ৩৩৬ ৫০০০.০ বার পাঠক
“””কবিতা”””
“”সৎ”””
কি লাভ হলো সৎ থাকি করে ঈমানদারী?
জারিজুরি মিচে করতে নাহি পারি বাহাদুরি।
সৎ আর আদর্শ দিকে সারা জীবন রহিলাম তাকি।
পর সেত পর-ই আপনজন দিল ফাঁকি।।
ধোকার পর ধোকা দিয়ে সকলেই আছে মিশে,
শুধু আমাকে একা মারতে চায় পিষে।।
মিথ্যে ছলনায় আমি গেছি সব ভুলে,
অর্থ আর ভালবাসা দিয়েছিলাম হৃদয় খুলে।
সৎ আর আদর্শ মোরে করিল নিঃস্ব,
বিরহ বিষাদ কষ্টে আছি দেখে না বিশ্ব।।
লাভ কি হল থাকি সৎ আদর্শ?
সৎ আর ন্যায় থাকি গেলাম আমি বুঝে।
এপারে বাঁচতে পারিনি লাভ কি বেহেশত খুঁজে?
ন্যায় আদর্শ দেয় সকলে বলি,
এ পথে চলে আজ আমি জলি।।
মন মনুষত্ব সবই আজ গেছে মরে,
অর্থ-সম্পদ নিতে হবে যেমন করে।।
অকৃতজ্ঞ মানুষ কার ধন কে যায় খেয়ে।
টাকার জন্য মারিলো একা পেয়ে।।
পাপ-পুণ্যের কেউ রাখেনি খবর।
ভুলে গেছে সে তাকেও দিতে হবে কবর।।
বিরহ বিষাদে কাটে মোর দিবা রাতি।
সৎ আদর্শ হলো যে মোর সাথী।। সৎ আদর্শ দেখানো নেই কোনো অভাব।
ভাব দেখানো আর লুটে নেওয়া মানুষের স্বভাব।।
হাজার কষ্টে আমি আজ কষ্টারিত।
তোমাদের মত করতে পারিনা ভেবনা ভিত।।
মোর বিবেক দেয় সদা অন্যায় বাধা।
করবে ভুল যদি মনে করো আমি গাধা?
অর্থ প্রয়োজন আমারও আছে,
এমন অর্থ চাইনা কেউ আঁখি জলে ভাসে।।
আছি বোগা কভু আদা পেট খেয়ে।
মনোলোভা খাবার কারো তরে যায়নি চেয়ে।।
আমার ব্যথায় আমিই ব্যাথা হত।
তোমরা পারো দিয়ে যাও আঘাত যত।।
কবু আমি তোমাদের করবো না মানা।
তোমরা যে কত বড় হৃদয় হীনা,
আমার আছে তা জানা।।।
এই কবিতার আমি হলাম প্রাণ।
মান থাকতে বিধাতা নিয়ে যেও জান।।
বিরহ বিষাদ আর পারিনা যে বয়তে।
আপনায় আপন মারিলো নাহি পারি কইতে।।
এ ধরায় সৎ আদর্শ বড় অপরাধ।
নিঃস্ব হবে আপন ছাড়িবে সাথ।।
এ ধরায় কেউ কারো নহে,
অর্থ ছরিয়ে দাও আপন সবে কহে!!!