নাসিরনগরে প্রান্তিক পেশাজীবি জনগোষ্টির জীবনমান উন্নয়ন বিষয়ক সেমিনার

- আপডেট টাইম : ০৪:৩০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
- / ৪ ১৫০.০০০ বার পাঠক
ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে ২১ মে নাসিরনগরে প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ) প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা সমাজ সেবা কাযালয়ের উদ্যোগে নাসিরনগর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন নাছরীন এর সভাপতিত্বে অনুষ্টিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া”র উপ পরিচালক আব্দুল কাইয়ুম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি) কাজী রবিউস সারোয়ার,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: খাইরুল আলম।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইকবাল চৌধুরী, সৈয়দ শাহীন, এড নাসির উদ্দীন ভুইয়া,পুতুল রাণী দাস, মুক্তিযোদ্ধা আব্দুল কাদির,বিআরডিবি চেয়ারম্যান আমিরুল হোসেন চকদার,প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, সাংবাদিক আক্তার হোসেন ভুইয়া, লোকজ শিল্পী রাধু চক্রবতী, মৃৎ শিল্পী সুদর্শন রুদ্ধ পাল, কামার পেশার প্রতিনিধি রনজিত বিশ্বাস, বাশ বেতপণ্য প্রস্তুতকারক প্রতিনিধি লক্ষণ সরকার, নরসুন্দর প্রতিনিধি বিমল সরকার, নকশী কাথা শিল্পের প্রতিনিধি মানসুরা আক্তার প্রমুখ। নাসিরনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাখেশ পাল এর সঞ্চালনায় অনুষ্টিত সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার সমাজ সেবা কর্মকর্তা মাজহারুল ইসলাম । সেমিনারে জানানো হয়, এই প্রকল্পের আওতায় দেশের প্রাচীনতম ১০ টি পেশার (কামার, কুমার,হেয়ার ড্রেসিং, নরসুন্দর (নাপিত),বাঁশ-বেত পন্য প্রস্তুতকারক,জুতামেরামত/প্রস্তুততকারী, লোকজযন্ত্র(দোতরা,মন্দিরা ইত্যাদি),লোকজ শিল্পী (বাউল,কীর্তন,জারি), নকশী কাথা শিল্প, শীতল পাটি, ও শতরন্জী পেশা) নিয়োজিত জনগোষ্টির জরিপ,অনলাইন ডাটাবেজ তৈরি, প্রশিক্ষন প্রদান, আর্থিক সহায়তা ও উৎপাদিত পন্য বাজারজাত করন নিশ্চিত করা হবে। জরিপে নাসিরনগর উপজেলার উল্লেখিত পেশাজীবির ৯৪০ জনের নাম নিবন্ধন করা হয়েছে ।