ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় সেনা-পুলিশের অভিযান, ক্ষতিকর উপাদান

- আপডেট টাইম : ০৮:৫২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
- / ১ ১৫০০০.০ বার পাঠক
পাবনা ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের ছোট বিশাকোল এলাকায় মঙ্গলবার (৬মে) রাত ৯ টার দিকে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে একটি দুগ্ধ চিলিং সেন্টার থেকে নকল দুধ তৈরির বিপুল পরিমাণ উপাদান জব্দ করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টার দিকে ভাঙ্গুড়া আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আল-আমিন খাঁনের নেতৃত্বে ১৫ জন সেনা সদস্য এ অভিযানে অংশ নেন। অভিযানে তাদের সহায়তা করেন ভাঙ্গুড়া থানা পুলিশের একটি দল।
অভিযানকালে ‘এন কে ডেইরী ফার্ম’ নামের ওই দুগ্ধ চিলিং সেন্টার থেকে ৫ লিটারের ২৭ বোতল ও ২ লিটারের ৯ বোতল সয়াবিন তেল, কস্টিক সোডা, ১ বস্তা চিনি, খারসোডা ও লবণ জব্দ করা হয়, যা দিয়ে নকল দুধ প্রস্তুত করা হচ্ছিল। তবে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রতিষ্ঠানটির মালিক ও কর্মচারীরা পালিয়ে যায়।
এই নকল দুধ তৈরির মূল হোতা সঞ্জয় কুমার উপজেলার চর-ভাঙ্গুড়া গ্রামের বাসিন্দা। তিনি একজন চিহ্নিত অসাধু ব্যবসায়ী এবং এর আগেও একাধিকবার নকল দুধ তৈরি ও বিপণনের অভিযোগে গ্রেফতার হয়ে ভ্রাম্যমান আদালতে জরিমানাসহ জেল খেটেছেন।
এ ঘটনায় জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। সেনাবাহিনী ও থানা পুলিশ জানিয়েছে, জনগণের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।