পশ্চিম লরেন্স রাস্তা পাকাকরার দাবিতে এলাকাবাসী মানবন্ধন

- আপডেট টাইম : ০৫:৩২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / ৩ ১৫০০০.০ বার পাঠক
পশ্চিম লরেন্স দাখিল বালিকা মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও পশ্চিম চর লরেন্সের এলাকাবাসী তাদের এলাকার রাস্তাটি পাকা করার দাবিতে আজ মানববন্ধন করেন। ৩ নং চর লরেন্সের ৯ নং ওয়ার্ডের নুরিয়া রোড দীর্ঘদিন ধরে অবহেলিত অথচ এই রাস্তায় ইস্কুল- মাদ্রাসার হাজারো শিক্ষার্থী ও এলাকাবাসী নিয়মিত যাতায়াত করতে হয়। দক্ষিণ চার মার্টিন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দক্ষিণ দিকে পশ্চিম চর লরেন্স বালিকা মাদ্রাসার দিকের নুরিয়া রোডটি ব্যস্ততম একটি রাস্তা।
এলাকা বাসীর দুর্ভোগ নিরসনে সরকার এগিয়ে আসা জরুরি। এ বছর বর্ষা কালে কাঁচা রাস্তাটির অবস্থা আরও খারাপ হবে বিধায় এলাকাবাসীর দাবি রাস্তাটি অবশ্য পিচঢালাই করে পাকা করতে হবে অন্যথা শিক্ষার্থীরা নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারবে না।
তাই কমল নগর উপজেলার চর লরেন্স ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জনবহুল এলাকার নুরিয়া রোডটি অতি শীগ্রই পিচঢালাই করে পাকা করে দিতে হবে।
উপস্থিত ছিলেন –
লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হাসানাত,
মার্টিন ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ রফিক, বালিকা মাদ্রাসার সহ সুপার মোহাম্মদ নিজাম উদ্দিন, সহকারী শিক্ষক আবুল হাসান, মিজানুর রহমান, সরবতুন্নেসা মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দীন.
প্রতিষ্ঠান – দক্ষিণ চার মার্টিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম লরেন্স দাখিল বালিকা মাদ্রাসা, সরবতুন্নেসা নুরানি মাদ্রাসা, বাইতুননুর জামে মসজিদ, আরবআলী পাটওয়ারী উতিয়া জামে মসজিদ