ঢাকা ০৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ০২ মে ২০২৫
সংবাদ শিরোনাম ::
শর্ত ভঙ্গের দায়ে বন্ধ হয়ে গেল বাইমাইল বাণিজ্য মেলা সরকারি ভ্যাকসিনে ২৫ গরু-ছাগলের মৃত্যু মোংলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে মহান মে দিবস উদযাপনে হাজারো শ্রমিক জনতার সমাগম পাকিস্তান সীমান্তে ভারতীয় ৫ সেনাঘাঁটিতে গোলাগুলি দিল্লিতে নিহত ৪, ‘ইয়েলো অ্যালার্ট’ জারি কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক ফুলবাড়ীতে মহান মে দিবস উদযাপন সব জিনিসের দাম বাড়লেও কমেছে পাদুকা শ্রমিকের দাম ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গাজীপুর মহানগরীর বাইপাস চৌরাস্তা থেকে বোর্ডবাজার পর্যন্ত বিশাল মিছিল ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়: প্রধান উপদেষ্টা

সব জিনিসের দাম বাড়লেও কমেছে পাদুকা শ্রমিকের দাম

মোঃ জামাল উদ্দিন নিজস্ব প্রতিনিধি কিশোরগঞ্জ জেলা।
  • আপডেট টাইম : ০৫:১৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / ২ ১৫০০০.০ বার পাঠক

কিশোরগঞ্জ জেলা পাদুকা শ্রমিক ইউনিয়ন এর প্রতিষ্ঠাতা বিপ্লবী সাধারণ সম্পাদক ছাবির উদ্দিন রাজু বলেছেন, ‘দেশে সব জিনিসের দাম বাড়লেও কেবল কমেছে পাদুকা শ্রমিকের দাম, তাদের শ্রমশক্তির দাম।বিগত দিনে ভোটের ব্যবস্থা সচ্চ না থাকায় রাজনৈতিক দলের কাছে শ্রমিকদের গুরুত্ব কমেছে। সঠিক ভোট ব্যবস্থা নষ্ট হওয়ায় শ্রমিকেরা আরও ক্ষমতাহীন, আরও মর্যাদাহীন, আরও গরিব হয়েছে।’
তিনি বলেন, ‘ রাজনৈতিক দল ও মানবতাহীন মালিক শ্রমিকদেরকে ব্যবহার করে। কিন্তু তাদের অধিকারের পক্ষে অবস্থান নেয় না।সরকার ও মালিক শ্রমিকদেরকে কেবল উৎপাদন বাড়াতে বলে, কিন্তু তাদের মানবিক দাবিগুলো নিশ্চিত করে না।’’

মহান মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকার ১১ টায় ভৈরব হাজী আসমত কলেজ সংলগ্ন কার্যালয়ে পাদুকা শ্রমিক ইউনিয়ন আয়োজিত আলোচনা সভায় ছাবির উদ্দিন রাজু এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এই দাবদাহে সবচেয়ে কষ্টে আছে শ্রমিকেরা।অস্বাভাবিক গরমে শ্রমিকদের কাজ ও আয় দুটোই কমে গেছে। অসংখ্য শ্রমিক পরিবারের জীবনে দুর্যোগ নেমে এসেছে।’তাদের জন্য পর্যাপ্ত স্বাস্থ্যসেবার নেই কর্মস্থলে।

ছাবির উদ্দিন রাজু বলেন, ‘জীবনযাত্রার অস্বাভাবিক ব্যয় বৃদ্ধির কারণে দেশের শ্রমজীবী-মেহনতি মানুষকে আজ চরম দুঃসহ জীবন-যাপন করতে হচ্ছে। শ্রমিকদের প্রকৃত আয় কমে গেছে।শ্রমিক পরিবারগুলোর খাদ্য গ্রহণ কমে গেছে।তাদের ছেলে মেয়েদেরকে সঠিকভাবে লেখাপড়া করাতে পারছেনা, ট্রেড ইউনিয়নসহ তাদের গণতান্ত্রিক ও মানবিক অধিকার নিশ্চিত নয়।বিদ্যমান শ্রম আইনও শ্রমিকদের অনুকূলে নয়।শ্রমিকদের বাঁচার ন্যায্য আন্দোলনকে মালিকেরা ষড়যন্ত্র হিসেবে প্রচার করে।’
তিনি এই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে নিজেদের অধিকার ও মুক্তি অর্জনে শ্রমজীবী-মেহনতিদের বৃহত্তর ঐক্য এবং আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি তিনি অনতিবিলম্বে পাদুকা শ্রমিকদের বাঁচার মতো মজুরি, রেশনিং ব্যবস্থা ও ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি বিশেষ আহ্বান জানান।
কিশোরগঞ্জ জেলা পাদুকা শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ ফয়জুল কবীর এর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন-জেলা সংগঠনের সিনিয়র সহসভাপতি মোঃ নিজাম উদ্দিন সরকার, ক্ষুদ্র পাদুকা বহুমুখী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, ভৈরব শাখার সাধারণ সম্পাদক মোঃ তারেক মিয়া, নির্বাহী সদস্য মোঃ জহির মিয়া,সুলতান খন্দকার প্রমুখ।
দিন ব্যাপী শ্রমিক সহ সকলের জন্য ডায়াবেটিকস পরীক্ষা ও পরামর্শ ফ্রি প্রদান করা হয়।
আলোচনা সভার পর বিশ্বের সকল শ্রমিকদের জন্য দোয়া মোনাজাত করে তাবারক বিতরণ করা হয়।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সব জিনিসের দাম বাড়লেও কমেছে পাদুকা শ্রমিকের দাম

আপডেট টাইম : ০৫:১৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

কিশোরগঞ্জ জেলা পাদুকা শ্রমিক ইউনিয়ন এর প্রতিষ্ঠাতা বিপ্লবী সাধারণ সম্পাদক ছাবির উদ্দিন রাজু বলেছেন, ‘দেশে সব জিনিসের দাম বাড়লেও কেবল কমেছে পাদুকা শ্রমিকের দাম, তাদের শ্রমশক্তির দাম।বিগত দিনে ভোটের ব্যবস্থা সচ্চ না থাকায় রাজনৈতিক দলের কাছে শ্রমিকদের গুরুত্ব কমেছে। সঠিক ভোট ব্যবস্থা নষ্ট হওয়ায় শ্রমিকেরা আরও ক্ষমতাহীন, আরও মর্যাদাহীন, আরও গরিব হয়েছে।’
তিনি বলেন, ‘ রাজনৈতিক দল ও মানবতাহীন মালিক শ্রমিকদেরকে ব্যবহার করে। কিন্তু তাদের অধিকারের পক্ষে অবস্থান নেয় না।সরকার ও মালিক শ্রমিকদেরকে কেবল উৎপাদন বাড়াতে বলে, কিন্তু তাদের মানবিক দাবিগুলো নিশ্চিত করে না।’’

মহান মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকার ১১ টায় ভৈরব হাজী আসমত কলেজ সংলগ্ন কার্যালয়ে পাদুকা শ্রমিক ইউনিয়ন আয়োজিত আলোচনা সভায় ছাবির উদ্দিন রাজু এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এই দাবদাহে সবচেয়ে কষ্টে আছে শ্রমিকেরা।অস্বাভাবিক গরমে শ্রমিকদের কাজ ও আয় দুটোই কমে গেছে। অসংখ্য শ্রমিক পরিবারের জীবনে দুর্যোগ নেমে এসেছে।’তাদের জন্য পর্যাপ্ত স্বাস্থ্যসেবার নেই কর্মস্থলে।

ছাবির উদ্দিন রাজু বলেন, ‘জীবনযাত্রার অস্বাভাবিক ব্যয় বৃদ্ধির কারণে দেশের শ্রমজীবী-মেহনতি মানুষকে আজ চরম দুঃসহ জীবন-যাপন করতে হচ্ছে। শ্রমিকদের প্রকৃত আয় কমে গেছে।শ্রমিক পরিবারগুলোর খাদ্য গ্রহণ কমে গেছে।তাদের ছেলে মেয়েদেরকে সঠিকভাবে লেখাপড়া করাতে পারছেনা, ট্রেড ইউনিয়নসহ তাদের গণতান্ত্রিক ও মানবিক অধিকার নিশ্চিত নয়।বিদ্যমান শ্রম আইনও শ্রমিকদের অনুকূলে নয়।শ্রমিকদের বাঁচার ন্যায্য আন্দোলনকে মালিকেরা ষড়যন্ত্র হিসেবে প্রচার করে।’
তিনি এই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে নিজেদের অধিকার ও মুক্তি অর্জনে শ্রমজীবী-মেহনতিদের বৃহত্তর ঐক্য এবং আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি তিনি অনতিবিলম্বে পাদুকা শ্রমিকদের বাঁচার মতো মজুরি, রেশনিং ব্যবস্থা ও ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি বিশেষ আহ্বান জানান।
কিশোরগঞ্জ জেলা পাদুকা শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ ফয়জুল কবীর এর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন-জেলা সংগঠনের সিনিয়র সহসভাপতি মোঃ নিজাম উদ্দিন সরকার, ক্ষুদ্র পাদুকা বহুমুখী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, ভৈরব শাখার সাধারণ সম্পাদক মোঃ তারেক মিয়া, নির্বাহী সদস্য মোঃ জহির মিয়া,সুলতান খন্দকার প্রমুখ।
দিন ব্যাপী শ্রমিক সহ সকলের জন্য ডায়াবেটিকস পরীক্ষা ও পরামর্শ ফ্রি প্রদান করা হয়।
আলোচনা সভার পর বিশ্বের সকল শ্রমিকদের জন্য দোয়া মোনাজাত করে তাবারক বিতরণ করা হয়।