জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের অধীনে রাখতে সারা দেশের ন্যায় আজমিরীগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত

- আপডেট টাইম : ০৫:৪০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
- / ৩ ৫০০০.০ বার পাঠক
ইসি সচিবালয় ও সারাদেশে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টা মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে।
নির্বাচন ভবনের সামনে এই কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন ও আইডিইএ-২ প্রকল্প কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদসহ ইসির কর্মকর্তা ও কর্মচারীরা।
সেই ধারাবাহিকতায় আজমিরীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের সামনেও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
উপজেলা নির্বাচন অফিসার মাহমুদুল হাসান এর নেতৃত্বে অফিসের সকল কর্মকর্তা কর্মচারী সহ এ সময় সেবা গ্রহীতারাও মানববন্ধনে উপস্থিত ছিলেন।
আজমিরীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন
ভোটারের সব ব্যক্তিগত তথ্যের হেফাজতকারী নির্বাচন কমিশন। আমাদের দাবি এনআইডি নির্বাচন কমিশনেই থাকবে।
NID কমিশন থেকে চলে গেলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে ভোটার লিস্ট এবং NID একটি অপরটির সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত আলাদা করা হলে দুটিই তার মর্যাদা এবং গুনগত মান হারাবে। তিনি আরও বলেন
নির্বাচন কমিশনের কর্মকর্তাদের শ্রম এবং ঘামের বিনিময়ে তৈরী NID অন্যদের হাতে চলে গেলে তা কমিশনের জন্য মর্যাদাহানীকর হবে। স্বাধীন এবং সাংবিধানিক প্রতিষ্টানের ক্ষমতাকে সংকুচিত করা হবে।