রাজধানীর বিভা স্কুল এন্ড কলেজের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত

- আপডেট টাইম : ০৪:৪৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
- / ৫৯ ১৫০০০.০ বার পাঠক
২২শে ফেব্রুয়ারি রোজ শনিবার রাজধানীর কাওলারে অবস্থিত বিভা স্কুল এন্ড কলেজ’র “বার্ষিক শিক্ষা সফর ও আনন্দ ভ্রমণ -২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, প্রতি বছরের মতো এ বছরেও বিভা স্কুল এন্ড কলেজের দুটি শাখা একত্রে সকাল আটটার সময়ে কাওলার বাজার হতে দুইটি বড় বাসযোগে ঢাকার কেরানীগঞ্জের কোনা খোলার শরিফ ফুড কোর্ট এন্ড ড্রিম পার্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।সেখানে পৌঁছানোর পর দর্শনীয় ও আনন্দময় স্থানে সময় কাটানোর শেষে মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয় ।পরবর্তীতে শিক্ষামূলক বিভিন্ন কার্যক্রম ও আলোচনা সভার পর লাকি কুপন ড্র’এর মাধ্যমে বিভিন্ন ভাগ্যবান বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয় ।
উক্ত অনুষ্ঠানের প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষকের শিক্ষিকা বৃন্দ, ছাত্র-ছাত্রী, অভিভাবক-অভিভাবিকা, সাংবাদিক ও মানবাধিকার কমী এবং শুভাকাঙ্ক্ষীগণ উপস্থিত ছিলেন।সুষ্ঠু ও সফলভাবে সকল কার্যক্রম শেষ করার পর আনুমানিক বিকেল পাঁচটার দিকে একত্রে সকলে মিলে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেন। উক্ত ভ্রমণের স্লোগান ছিল–
” শিক্ষা সফর আমাদের মনের জানালা খুলে দেয় “।