লে- অফ ব্রেক্সিমকো কোম্পানি ৪০ হাজার শ্রমিকের মানববন্ধন
- আপডেট টাইম : ০৭:১৪:০৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫
- / ৪ ৫০০০.০ বার পাঠক
আশুলিয়ায় ৪০ হাজার শ্রমিকের মানববন্ধন কর্মসূচি পালন। চান্দুরা হতে আশুলিয়া নবীনাগর হাইওয়ে রোডে ব্রেক্সিমকো কোম্পানির শ্রমিকেরা মানববন্ধন করেন। গত মাস থেকে ব্রেক্সিমকো কোম্পানি কে লে-অফ ঘোষণা করেছে। গত দেড় মাস যাবত ব্রেক্সিমকো কোম্পানির ৪০ হাজার শ্রমিক বেকার। তাদের মিলছে না কোন প্রতিষ্ঠানে চাকরি। দারিদ্র্য অবস্থায় দিন কাটাতে হচ্ছে ব্রেক্সিমকো কোম্পানির শ্রমিকদের। অচল হয়ে আজ রোডে নামতে বাধ্য হয়েছে শ্রমিক। তাদের কোম্পানি তে কোন বায়ার এর কাজ নেই কোম্পানি কে দেওয়া লে-অফ খুলে দিয়ে পুনরায় কোম্পানি চালু না করলে এই শ্রমিকের দায়িত্ব নিবে কে। কিভাবে চলবে তাদের পরবর্তী সময়। মানববন্ধনে শ্রমিকের দাবি ব্রেক্সিমকো কোম্পানি পুনরায় চালু করা হোক। বর্তমান অন্তর বর্তীকালীন সরকার ডাঃ ইউনুসের নিকট সকল শ্রমিকের কর্মজীবন শুরু করতে ব্রেক্সিমকো কোম্পানি পুনরায় চালু করা প্রয়োজন। কোম্পানি চালু না হলে শ্রমিকরা আনদোলনে নামতে বাধ্য হবে । ৪০ হাজার শ্রমিকের অনুরোধ রইল প্রধান উপদেষ্টা ডাঃ ইউনুস ও শিল্প উপদেষ্টার নিকট ব্রেক্সিমকো কোম্পানি পুনরায় চালু হোক। বাংলাদেশের শিল্পের মধ্যে এই কোম্পানির শ্রমিক জনতা সবচেয়ে বর্গ। তাই শিল্প বাঁচাতে শ্রমিকের প্রয়োজন। শ্রমিকের কর্ম না থাকলে তাদের জিবন অন্ধকার। পুনরায় ব্রেক্সিমকো কোম্পানি চালু করতে আজ এই মানববন্ধন কর্মসূচি পালন করেন ব্রেক্সিমকো কোম্পানির শ্রমিকরা।