সংবাদ শিরোনাম ::
কাছে এসো আরও কাছে
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৬:৪৫:৩৮ অপরাহ্ণ, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫
- / ৩ ৫০০০.০ বার পাঠক
কাছে এসো আরও কাছে-
হৃদ মাঝারে ভালোবাসা আছে,
তোমাকে দেখেই বেসেছি ভালো-
আঁধার মনেতে তুমি জ্বেলেছো আলো।।
বিরহ যাতনায় পোড়ে এ অন্তর-
তোমারই বিহনে হিয়া যে তোলপাড়,
রংধনুর সাতরঙে তোমারই ছবি-
তোমারই মমতায় ভুলে গেছি সবই।।
ফাগুনের আগুন লাগে তোমারই কারণে-
বসন্তের কোকিল উড়ে মনেরই বাগানে,
ভ্রমর এসে কানে, কানে, চুপি, চুপি বলে যায়-
পরাণ প্রিয় মোর আছো কোন আঙিনায়।।
শয়নে-স্বপনে নিশিতে জাগরণে-
তুমিই ধ্যান জ্ঞান দক্ষিণা সমীরণে,
মিলন ডোরে তুমি বাঁধিয়া রাখো মোরে-
কাছে এসো প্রিয়-থেকো না দূরে সরে।।
# মহসিন আলম মুহিন
আরো খবর.......