ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
দেশের সম্মান ও গৌরব অটুট রাখতে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী: প্রধান উপদেষ্টা গাজায় যুদ্ধাপরাধের অভিযোগ, ইসরাইলি সেনার বিরুদ্ধে তদন্ত ব্রাজিলে এবার টিউলিপের বোনের ফ্ল্যাটের সন্ধান, দিয়েছিলেন বাংলাদেশি আইনজীবী কিশোরগঞ্জ বিসিকের ৫ দিন ব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষন অনুষ্ঠিত ১৫ কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি তারেক রহমানের সেই ৪ মামলা বাতিলই থাকবে: আপিল বিভাগ আওয়ামীলীগ দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে/ দেশে নতুন ষড়যন্ত্র ও চক্রান্তের সৃষ্টি হয়েছে,মির্জা ফখরুল ইসলাম অভিযোগের স্তুপ বেরিয়ে এলেও আখলাক উল জামিল এখনো ধরা ছোঁয়ার বাইরে বাংলাদেশ জামাতে ইসলামী রসুলাবাদ ইউনিয়ন শাখার উদ্যোগে শীত বস্ত্র বিতরণ ভৈরবে মেঘনায় নদীর পারে ভারতীয় কাপড় জব্দ, আটক ৪

প্রেমের টানে ইউক্রেনের যুবক ব্রাহ্মণবাড়িয়ায়

নয়ন আহমেদ বকুল, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:   
  • আপডেট টাইম : ১০:২২:৪০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • / ১২ ৫০০০.০ বার পাঠক

টানা দুই বছরের প্রেম। বাধা হয়নি ছয় হাজার কিলোমিটারের পথ। বাধা হয়নি ধর্ম। মেসেঞ্জারে পরিচয়। ধীরে ধীরে প্রেম। শেষ পরিণয় বিয়েতে আবদ্ধ হয়েছেন তারা। ইউক্রেনের নাগরিক অ্যান্দ্রো প্রকিপ। নাম বদলে এখন মোহাম্মদ। বিয়ে করেছেন বাংলাদেশের বৃষ্টি আক্তারকে। স্বামীর সঙ্গে নাম মিলিয়ে বৃষ্টির নাম এখন বৃষ্টি প্রকিপ।

মঙ্গলবার  (৩১ ডিসেম্বর) সকালে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের সীমান্তবর্তী কালাছড়া গ্রামে দেখা মিলে বৃষ্টি ও প্রকিপের। কথা বলেন তাদের ভালোবাসা নিয়ে। জানালেন বিয়ে করতে পেরে তারা খুশি। সবার দোয়া চান তারা।

কালাছড়া গ্রামের কামাল মিয়ার মেয়ে বৃষ্টি। এসএসসি পাস। টুকটাক ইংরেজি জানেন। বছর দুয়েক আগে ফেসবুকে রিকোয়েস্ট পাঠান প্রকিপকে। সেই থেকে প্রেমের শুরু। গত ১৯ ডিসেম্বর বাংলাদেশে আসেন প্রকিপ। সে দিনই বিয়ে করেন বৃষ্টিকে।

কথা হলে বৃষ্টি জানান, প্রকিপকে পেয়ে তিনি বেশ খুশি। প্রকিপ শুরু থেকেই বলছিলেন বিয়ে করবেন। শেষ পর্যন্ত সে তার কথা রেখেছে। আমিও তার সঙ্গে চলে যেতে প্রসেস করছি।

প্রকিপ জানায়, তার বিয়ে করা দরকার ও সে মুসলিম হবে- এ দুটি বিষয় আকৃষ্ট করেছে তাকে। বৃষ্টিকে বিয়ে করতে পেরে সে খুব খুশি। বাংলাদেশ তার ভালো লাগছে।

ইউনিয়ন পরিষদ মেম্বার ফরহাদ আলী বলেন, প্রেমের এমন ঘটনায় তারা সবাই খুশি। এ দম্পত্তিকে দেখতে দূর-দূরান্ত থেকে অনেকেই ছুটে আসছেন। 
 
 

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

প্রেমের টানে ইউক্রেনের যুবক ব্রাহ্মণবাড়িয়ায়

আপডেট টাইম : ১০:২২:৪০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

টানা দুই বছরের প্রেম। বাধা হয়নি ছয় হাজার কিলোমিটারের পথ। বাধা হয়নি ধর্ম। মেসেঞ্জারে পরিচয়। ধীরে ধীরে প্রেম। শেষ পরিণয় বিয়েতে আবদ্ধ হয়েছেন তারা। ইউক্রেনের নাগরিক অ্যান্দ্রো প্রকিপ। নাম বদলে এখন মোহাম্মদ। বিয়ে করেছেন বাংলাদেশের বৃষ্টি আক্তারকে। স্বামীর সঙ্গে নাম মিলিয়ে বৃষ্টির নাম এখন বৃষ্টি প্রকিপ।

মঙ্গলবার  (৩১ ডিসেম্বর) সকালে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের সীমান্তবর্তী কালাছড়া গ্রামে দেখা মিলে বৃষ্টি ও প্রকিপের। কথা বলেন তাদের ভালোবাসা নিয়ে। জানালেন বিয়ে করতে পেরে তারা খুশি। সবার দোয়া চান তারা।

কালাছড়া গ্রামের কামাল মিয়ার মেয়ে বৃষ্টি। এসএসসি পাস। টুকটাক ইংরেজি জানেন। বছর দুয়েক আগে ফেসবুকে রিকোয়েস্ট পাঠান প্রকিপকে। সেই থেকে প্রেমের শুরু। গত ১৯ ডিসেম্বর বাংলাদেশে আসেন প্রকিপ। সে দিনই বিয়ে করেন বৃষ্টিকে।

কথা হলে বৃষ্টি জানান, প্রকিপকে পেয়ে তিনি বেশ খুশি। প্রকিপ শুরু থেকেই বলছিলেন বিয়ে করবেন। শেষ পর্যন্ত সে তার কথা রেখেছে। আমিও তার সঙ্গে চলে যেতে প্রসেস করছি।

প্রকিপ জানায়, তার বিয়ে করা দরকার ও সে মুসলিম হবে- এ দুটি বিষয় আকৃষ্ট করেছে তাকে। বৃষ্টিকে বিয়ে করতে পেরে সে খুব খুশি। বাংলাদেশ তার ভালো লাগছে।

ইউনিয়ন পরিষদ মেম্বার ফরহাদ আলী বলেন, প্রেমের এমন ঘটনায় তারা সবাই খুশি। এ দম্পত্তিকে দেখতে দূর-দূরান্ত থেকে অনেকেই ছুটে আসছেন।