ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
আওয়ামীলীগ দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে/ দেশে নতুন ষড়যন্ত্র ও চক্রান্তের সৃষ্টি হয়েছে,মির্জা ফখরুল ইসলাম অভিযোগের স্তুপ বেরিয়ে এলেও আখলাক উল জামিল এখনো ধরা ছোঁয়ার বাইরে বাংলাদেশ জামাতে ইসলামী রসুলাবাদ ইউনিয়ন শাখার উদ্যোগে শীত বস্ত্র বিতরণ ভৈরবে মেঘনায় নদীর পারে ভারতীয় কাপড় জব্দ, আটক ৪ পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত আহত চার রাজধানী বনশ্রীর সি ব্লক দিয়ে রামপুরার দিকে হেঁটে বৃষ্টি ও শৈত্যপ্রবাহ নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস ব্ল্যাকমেইল হাতিয়ে নিচ্ছে টাকা, ধরাছোঁয়ার বাইরে চক্র আওয়ামী লীগ দেশে নেই, এখন দখল করে কারা। এবি পার্টি লক্ষ্মীপুর জেলার গণসমাবেশে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ একথা বলেন চান্দিনায় উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ ভেকু জব্দ, ৩ লক্ষ টাকা জরিমানা

নিষিদ্ধ না হলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: সিইসি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : ০৭:৪৪:০৬ পূর্বাহ্ণ, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • / ৮ ৫০০০.০ বার পাঠক

চট্টগ্রামে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশন এখন সম্পূর্ণ স্বাধীন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানান, ডানে বামের বা বহির্বিশ্বের কোনো চাপ এখন নেই। তারা এখন বিবেকের চাপে আছেন উল্লেখ করে বলেন, এ দেশে ভালো নির্বাচন করাও সম্ভব, খারাপ নির্বাচন করাও সম্ভব।

সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে ‘ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা আছে কিনা, এমন প্রশ্নের উত্তরে সিইসি জানান, সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে, তবে সেই দলের রেজিস্ট্রেশন নির্বাচন কমিশন বাতিল করতে পারে না। এটা রাজনৈতিক বা আদালতের সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন তিনি। কোনো দল নিষিদ্ধের চিন্তা তাদের নেই। নির্বাচন কমিশন রাজনৈতিক বা কোর্টের সিদ্ধান্তের অপেক্ষায় আছে বলেও মন্তব্য করেন।

বিগত নির্বাচন কমিশনকে শাস্তির আওতায় আনার চিন্তাভাবনা আছে কিনা জানতে চাইলে সিইসি বলেন, এটা নির্বাচন সংস্কার কমিশনের বিষয়। এখনও তারা সুপারিশনামা পাননি। তবে কমিশনের পক্ষ থেকে এ ধরনের কোনো চিন্তা করা হচ্ছে না, সিদ্ধান্তও নেই।

অন্য এক প্রশ্নের জবাবে এ এম এম নাসির উদ্দিন জানান, তারা ভোটারদের আস্থাহীনতা দূর করতে চান, এ জন্য বাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা আছে। তিনি আশা প্রকাশ করে বলেন, ৬ মাসের মধ্যে এই কাজ শেষ করতে পারবেন। ভোটার তালিকা থেকে যারা বাদ পড়ে গেছে তাদের অন্তর্ভুক্ত করতে চান জানিয়ে বলেন, এবারের নির্বাচন আগের মতো হবে না। এ জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে, সবার সহযোগিতা লাগবে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

নিষিদ্ধ না হলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: সিইসি

আপডেট টাইম : ০৭:৪৪:০৬ পূর্বাহ্ণ, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশন এখন সম্পূর্ণ স্বাধীন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানান, ডানে বামের বা বহির্বিশ্বের কোনো চাপ এখন নেই। তারা এখন বিবেকের চাপে আছেন উল্লেখ করে বলেন, এ দেশে ভালো নির্বাচন করাও সম্ভব, খারাপ নির্বাচন করাও সম্ভব।

সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে ‘ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা আছে কিনা, এমন প্রশ্নের উত্তরে সিইসি জানান, সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে, তবে সেই দলের রেজিস্ট্রেশন নির্বাচন কমিশন বাতিল করতে পারে না। এটা রাজনৈতিক বা আদালতের সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন তিনি। কোনো দল নিষিদ্ধের চিন্তা তাদের নেই। নির্বাচন কমিশন রাজনৈতিক বা কোর্টের সিদ্ধান্তের অপেক্ষায় আছে বলেও মন্তব্য করেন।

বিগত নির্বাচন কমিশনকে শাস্তির আওতায় আনার চিন্তাভাবনা আছে কিনা জানতে চাইলে সিইসি বলেন, এটা নির্বাচন সংস্কার কমিশনের বিষয়। এখনও তারা সুপারিশনামা পাননি। তবে কমিশনের পক্ষ থেকে এ ধরনের কোনো চিন্তা করা হচ্ছে না, সিদ্ধান্তও নেই।

অন্য এক প্রশ্নের জবাবে এ এম এম নাসির উদ্দিন জানান, তারা ভোটারদের আস্থাহীনতা দূর করতে চান, এ জন্য বাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা আছে। তিনি আশা প্রকাশ করে বলেন, ৬ মাসের মধ্যে এই কাজ শেষ করতে পারবেন। ভোটার তালিকা থেকে যারা বাদ পড়ে গেছে তাদের অন্তর্ভুক্ত করতে চান জানিয়ে বলেন, এবারের নির্বাচন আগের মতো হবে না। এ জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে, সবার সহযোগিতা লাগবে।