মহম্মদপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলা অনুষ্ঠিত
- আপডেট টাইম : ১১:২৪:৩৫ পূর্বাহ্ণ, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
- / ১২ ৫০০০.০ বার পাঠক
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে মাগুরার মহম্মদপুর মিনি স্টেডিয়াম প্রাঙ্গণে অস্থায়ী অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলন ও ফুল দিয়ে সকল শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
সূর্যোদয়ের সাথে সাথে এদিন উল্লিখিত স্মৃতিসৌধে প্রথমেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পাঞ্জলি অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল সহ অন্যান্য অফিসারবৃন্দ । পরে ধারবাহিকভাবে অন্যান্য দপ্তর, প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবর্গ, অন্যান্য পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ ঊষালগ্নে পুষ্পার্ঘ্য নিয়ে সমবেত হন মিনি স্টেডিয়াম মাঠে।
এর আগে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতার সূচনা করা হয়।
বিভিন্ন সরকারি-বেসরকারি ভবন ও স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
বেলা ১১ ঘটিকায় উপজেলা পরিষদের হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।