মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
- আপডেট টাইম : ০৭:৩৯:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১
- / ৩৪৬ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্টার।।
প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারীর মধ্যেই বসেছে মেডিকেল কলেজের বিলম্বিত ভর্তি পরীক্ষা, যাতে অংশ নিয়েছে চিকিৎসক হতে আগ্রহী ১ লাখ ২২ হাজার ৭৬১ জন শিক্ষার্থী।
শুক্রবার বেলা ১০টায় দেশের বিভিন্ন স্থানে ৫৫টি কেন্দ্রে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগরের ১৫টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় ৪৭ হাজার পরীক্ষার্থী।
দেশের ৪৭টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৪ হাজার ৩৫০টি। আর ৭০টি বেসরকারি মেডিকেল কলেজে আরও ৬ হাজার ৩৪০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
করোনাভাইরাস মহামারীর কারণে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের পরীক্ষা গত বছর নেওয়া যায়নি। এ অবস্থায় সংক্রমণ কিছুটা কমলে গত ৮ ফেব্রুয়ারি সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি কার্যক্রমের সময়সূচি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর।