মোংলায় নিরুদ্দেশ মোতালেব জমাদ্দারের বাড়িতে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত
- আপডেট টাইম : ০৫:৪৮:৩৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪
- / ৪৮ ৫০০০.০ বার পাঠক
গত ৬ ই আগষ্ট টি এ ফারুক স্কুল এন্ড কলেজ সংলগ্ন এলাকায় নিরুদ্দেশ মোতালেব জমাদ্দারের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে কিছু দুর্বৃত্তরা বাড়ি দখলসহ বাড়িতে লুটপাট চালায়। এ লুটপাটে নগদ টাকা, আড়াই ভরি স্বর্ণ, ক্যামেরার সরঞ্জাম, বাড়ির দামি আসবাবপত্রসহ প্রায় ৮ থেকে ৯ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। দুর্বৃত্তদের হঠাৎ আক্রমণের এক পর্যায়ে মোতালেব জমাদ্দারের ছেলে ব্যবসায়ী মতিউর রহমান রানা প্রাণ বাঁচতে পালিয়ে যায় কিন্তু তার বোনকে মারধর করে আহত করে। দুর্বৃত্তদের হামলায় পরিবারের সকলে বেঁচে যাওয়ায় ১৫ ই আগষ্ট বৃহস্পতিবার দুপুরে জানের ছদকা হিসেবে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোংলা প্রেস ক্লাবের সভাপতি মো: আহসান হাবিব হাসান, মোংলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো: ওমর ফারুকসহ স্হানীয় মসজিদের ইমাম ও মাদ্রাসার এতিম বাচ্চারা। এ সময় ব্যবসায়ী মতিউর রহমান রানার কাছে জানতে চাইলে তিনি জানান, গত ৬ ই আগষ্ট কিছু দুর্বৃত্তরা আমার বাড়িতে লুটপাট চালায়। এ লুটপাটে নগদ টাকা, আড়াই ভরি স্বর্ণ, ক্যামেরার সরঞ্জাম, দামি আসবাবপত্রসহ প্রায় ৮ থেকে ৯ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। তিনিসহ তার পরিবার জানে বেচে যাওয়ায় জানের ছদকা হিসেবে আল্লাহর শুকরিয়া জানিয়ে এ আয়োজন করা হয়। জানা যায়, তার বাবা মো: মোতালেব জমাদ্দারের দুটো হাত ছিলোনা। ২০০০ সালে, সে টি, এ ফারুক মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ছয় কাটা জমি ক্রয় করে ২০০৩ সাল পর্যন্ত তার ছেলেমেয়ে নিয়ে বসবাস করে আসতেছিলেন এবং তাদের একটি বিসমিল্লাহ ফ্ললোয়ার নামে একটি মিল পরিচালনা করে আসছিলো হঠাৎ করে সে নিরুদ্দেশ হয়ে যাওয়ায় মিলটি এখনো বেদখল । ২০২৪ সাল পর্যন্ত আজও তাকে জীবিত অথবা মৃত তার সন্ধান মিলেনি। ওয়ারিশগণের কাকুতি এবং মিনতি যে তাদের বাবাকে মৃত অথবা জীবিত অথবা যদি সে মারা গিয়ে থাকে সে অবস্থায় যদি তার কঙ্কালটাও পাওয়া যায় সেটা নিয়ে তার পারিবারিক কবরস্থানে দাফন দিয়ে তাদের মনের আত্ম তৃপ্তি বা তাদের মনটাকে সান্ত্বনা দিতে পারে, সকল মিডিয়া ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন তাদের ফ্যামিলি। মোতালেব জমাদ্দারের কঙ্কালটাও যদি পাওয়া যায় তাহলে তাদের পরিবারের একটু সান্তনা মিলবে। ১৬ জন ওয়ারিশ এবং মোতালেব জমাদ্দারের তিন স্ত্রী এবং ১৩ ছেলেমেয়ের একটাই কষ্ট আজও তাদের বাবার কোন খোঁজ মেলেনি। তিনি আরও বলেন, এই দুর্বৃত্তরাই আমার বাবাকে গুম করতে পারে। সঠিক তদন্তের মাধ্যমে আমি এর বিচার চাই। পরে তার নিজ বাড়িতে পরিবারের লোকজন গত ৬ ই আগষ্ট জানে বেচে যাওয়ায় জানের ছদকা হিসেবে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠানের আয়োজনের মধ্যদিয়ে এ অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।