মঠবাড়ীয়া তীব্র তাপদাহের হাত থেকে বাঁচতে বৃষ্টির জন্য বিশেষ। প্রার্থনা
- আপডেট টাইম : ০৬:২৪:৩০ অপরাহ্ণ, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
- / ৮০ ৫০০০.০ বার পাঠক
সকালে সূর্য ওঠার সংঙ্গে সংঙ্গে বাড়ছে। তাপমাত্রার পারদ। প্রাণীকুলের নেই স্বস্তি।প্রকৃতির বাতাসে গরম হাওয়া। অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। খরা আর তীব্র গরমে নষ্ট হচ্ছে ফসল। গরম থেকে পরিত্রাণ পেতে রহমতের বৃষ্টির আশায় মহান আল্লাহ তা’আলা নিকট বৃষ্টি চেয়ে সালাতুল ইস্তিস্কার নামাজ আদায় ও বিশেষ মোনাজাতে দোয়া করেছেন মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের আলেম সমাজ ও স্থানীয় জনগণ। বুধবার বিভিন্ন ইউনিয়ন এ প্রায় কয়েক হাজার মুসল্লী উপস্থিত হয়ে এই নামাজ আদায় করেন স্থানীয় বাসিন্দারা। এ সময় মুসল্লিরা অজরে চোখের পানি ছেড়ে মোনাজাত করেন এবং তওবা ও ক্ষমাপ্রার্থনা করেন। মোনাজাতে বৈশ্বিক সংকট থেকে মুক্তির দোয়া ও করা হয়। নামাজে অংশগ্রহণকারী মুসল্লীরা দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মুসল্লিরা জানান মানুষ খুব বিপদে আছে। বিপদের সময় আল্লাহ নামাজের মাধ্যমে চাইতে বলেছেন।বৃষ্টির জন্য এই নামাজ আদায় করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। তাই আমরা সবাই একত্র হয়ে নামাজ আদায় করছি।প্রসঙ্গত বৃষ্টি প্রার্থনায় সম্মিলিতভাবে আজান একামত ছাড়াই জামাতের সাথে দুই রাকাত নামাজ আদায় ও হাত উল্টে দোয়া করা হয়। এটাকে বলা হয় সালাতুল ইস্তিকরা বা বৃষ্টির নামাজ।ইমাম সাহেব কেবলামুখী হয়ে দাঁড়িয়ে দুই হাত প্রসারিত করে রহমতের বৃষ্টির জন্য প্রার্থনা করেন।বস্তুত পাপ মোচনের জন্য আল্লাহর কাছে একনিষ্ঠ অন্তরে তওবা ইস্তেগফার করতে হয়।তবেই আল্লাহ তা’আলা মানুষের মনোকামনা পূরণ করেন। এবং বৃষ্টি দিয়ে নিসর্গ সিক্ত করেন। উল্লেখ্য প্রচন্ড তাপদাহে মঠবাড়িয়া উপজেলা সহ সারা দেশের মানব কুল প্রাণিকুল এবং প্রকৃতির বৈরী আবহাওয়ার প্রভাবে তীব্র খরতাপে পুড়ছে সমগ্র বাংলাদেশ ।