পলাশে জনতা জুট মিলস্ শ্রমিক কর্ম চারিদের রমজান মাস ব্যাপী ইফতার ও সেহরি খাওয়ানোর উদ্যোগ মালিক পক্ষের
- আপডেট টাইম : ০৭:২৮:১৬ পূর্বাহ্ণ, সোমবার, ২৫ মার্চ ২০২৪
- / ৯৫ ৫০০০.০ বার পাঠক
নরসিংদীর পলাশে ঐতিহাসিক পাট পণ্য রপ্তানি কারক প্রতিষ্ঠান জনতা জুট মিলস ১৯৬৮ সালে প্রতিষ্ঠা করেছেন ততকালীন মালিক আলহাজ্ব মরহুম মোজাম্মেল হক।
সম্প্রতি কয়েক বছর ধরে আকিজ বশির গ্রুপ ক্রয় সূত্রে মালিক হয়ে প্রায় ৭ হাজার শ্রমিক কর্ম চারি দেয় পুরো রমজান মাস ইফতার ও সেহরি খাওয়ানোর উদ্যোগ গ্রহণ করে মালিক মহোদয়,বরাবরের মত এবারও অত্র প্রতিষ্ঠানের ৭ টি মিলের পুরো ৭ হাজার শ্রমিক কর্ম চারি ভাই বোন দের সেহরি এবং ইফতারের ব্যবস্থা করেছেন।
বর্তমানে খ পালার শ্রমিক কর্ম চারিগন যারা ইফতার পাচ্ছেন এমন কিছু শ্রমিক কর্ম চারি দের কাছে জানতে চাইলে তারা বলেন ইফতারে বেগুনি, পিয়াজু, সাহী জিলাপি, খেজুর, ছোলা, মুড়ি ইত্যাদি যা একজনের জন্য যথেষ্ট।
এ বিষয়ে শ্রমিক কর্ম চারি ইউনিয়নের সভাপতি ইমাম হোসেন কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, সেহরি ও ইফতার পেয়ে শ্রমিক ভাই বোনেরা খুশি ও কৃতজ্ঞ।
এ ব্যাপারে প্রতিষ্ঠানের মহা ব্যবস্হাপক মোঃ মতিউর রহমান বলেন, রমজান মাসে আমরা সরকার ঘোষিত সময়সূচি অনুযায়ী ১৫ মিঃ জোহরের নামাজের বিরতি সহ পালন করছি এবং সেহরি ও ইফতার বিষয়ে নিয়মিত খোঁজ খবর রাখছি।ম্যনেজার ( এডমিন এন্ড কমপ্লায়েন্স)আনিসুল হক, শ্রম ও কমপ্লায়েন্স কর্ম কর্তা মোঃ শাহীন শিকদার বলেন, যেহেতু রমজান মাসের খাবার তাই আমরা প্রতিদিন ইফতার এবং সেহরির খাবার প্রস্তুত করা ও পরিস্কার পরিচ্ছন্ন ও খাবারের মান এসব বিষয়ে তদারকি করছি, কোন অভিযোগ পেলে আমরা দ্রুত ব্যবস্হা নিব।