সংবাদ শিরোনাম ::
চীনে আবাসিক ভবনে আগুন, নিহত ১৫

অনলাইন ডেস্ক
- আপডেট টাইম : ০৯:১৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ১২৬ ৫০০০.০ বার পাঠক
চীনের পূর্বাঞ্চলে নানজিংয়ে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ৪৪ জন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
দেশটির কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে বলেছেন, নানজিংয়ের ইউহুয়াতাই জেলায় গতকাল শুক্রবার ভোরে এ অগ্নিকাণ্ড হয়েছে। ভবনের প্রথম তলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে ইলেকট্রিক বাইক রাখা ছিল।
কর্মকর্তারা আরও বলেছেন, স্থানীয় সময় সকাল ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং তল্লাশি ও উদ্ধার অভিযান শেষ হয় শুক্রবার দুপুর ২টা নাগাদ। দেশটির জরুরি পরিষেবা জানিয়েছে, আগুন নেভাতে ২৫টি আগুন নির্বাপক ট্রাক কাজ করে।
আহত ৪৪ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ সম্মেলনে শহরের মেয়র চেন ঝি-চ্যাং হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং ক্ষমাও চেয়েছেন।
আরো খবর.......