চট্টগ্রাম পটিয়া থানা পুলিশের অভিযানে চুরি মামলা আসামীর হেফাজত হতে দেড় টন ধান উদ্ধার সহ চোর চক্রের ১ সদস্য আটক
- আপডেট টাইম : ১০:২২:১৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ২ ফেব্রুয়ারি ২০২৪
- / ১০০ ৫০০০.০ বার পাঠক
গত ৩০জানুয়ারি ২৪ ইং তাং রাত অনুমান ৯ ঘটিকা হতে ৩১ জানুয়ারি ২৪ ইং
সকাল অনুমান ৬ ঘটিকার মধ্যেবর্তী সময়ে পটিয়া থানাধীন ৮নং কাশিয়াইশ ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ এসআর এগ্রো এন্ড ডেইরী ফার্ম এর পাশের গুদাম ঘরের তালা ভাঙ্গিয়া অজ্ঞাতনামা চোরেরা ৪০বস্তা ধান চুরি করিয়া নিয়ে যায় মর্মে বাদী হয়ে সুজিত কান্তি গুপ্ত(৭২), পিতা- মৃত অতুল চন্দ্র গুপ্ত, সাং- মহিরা, পের পাড়া, ৪নং ওয়ার্ড, ৮নং কাশিয়াইশ ইউপি, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম পটিয়া থানায় একটি এজাহার দায়ের করেন। যাহা পটিয়া থানার মামলা নং-৪, তারখি-০১-০২-২৪ খ্রিঃ ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু হয়। চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ আরিফুল ইসলাম, পটিয়া সার্কেল, চট্টগ্রাম এর নির্দেশনায় পটিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন এর নেতৃত্বে এসআই মোঃ আসাদুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামী রুবেল নাথ (২৮), পিতা- রনজিত নাথ,সাং-মহিরা, ক্ষেত্র মহাজনের বাড়ী প্রকাশ লিটন মাষ্টারের বাড়ী, ১নং ওয়ার্ড, ৭নং জিরি ইউপি, থানা- পটিয়া, জেলা- চট্টগ্রাম’কে গ্রেফতার করে আসামীর স্বীকারোক্তি মোতাবেক আসামীর হেফাজত হতে চোরাইকৃত দেড় টন ধান উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হইয়াছে৷বলে জানান পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসিম উদ্দিন।