রানীশনকৈল বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে ৪৫ তম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
- আপডেট টাইম : ০৫:০২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
- / ৯৬ ৫০০০.০ বার পাঠক
বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনে সমৃদ্ধি” এই প্রতিভাবকপাদ্যকে সামনে রেখে রানীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে
দিন ব্যাপি ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৪ অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে রানীশনকৈল উপজেলার কেন্দ্রীয় হাইস্কুল মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও মেলা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আ.লীগ সভাপতি সইদুল হক ও সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান।
এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতা, সরিয়ে কর্মকর্তা, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ কার্যক্রমে স্কুল ও কলেজ পর্যায়ে ১৭টি স্টল স্থান পায়। পরে বিকেলে সমাপনী অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মাঝে কুইজ প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে ৩টি, কলেজ পর্যায়ে ৩টি, গণিত অলিম্পিয়াডে স্কুল পর্যায়ে ৫টি, কলেজ পর্যায়ে ৫টি এবং শ্রেষ্ঠ স্টল হিসেবে স্কুল পর্যায়ে ৩টি ও কলেজ পর্যায়ে ৩টি পুরষ্কার দেয়া হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।