ভৈরব থানাধীন নাটালের মোড় থেকে ১৫০ বোতল ফেন্সিডিল পাচারকালে ০৩ (তিন) মাদক কারবারীকে আটক
- আপডেট টাইম : ০৩:১৫:২৪ অপরাহ্ণ, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
- / ৮৮ ৫০০০.০ বার পাঠক
তারখি- ১৬ ডিসেম্বর ২০২৩ইং
কিশোরগঞ্জর ভৈরব থানাধীন নাটালের মোড় থেকে ১৫০ বোতল ফেন্সিডিল পাচারকালে ০৩ (তিন ন) মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প।
০১ টি প্রাইভেটকার জব্দ করেন
এরই ধারাবাহকিতায়, র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৬ ডিসম্বর ২০২৩ তারখি বিকাল আনুমানিক ০৫.০০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন নাটালের মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়করে ঢাকাগামী লেনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১। তানবরি মিয়া (৩১), পিতা-তাজুল ইসলাম, সাং-র্বষিজোড়া, থানা+জলো-মৌলভীবাজার, ২। মোঃ পারভেজ (৩০), পিতা-মোঃ রেনু ময়িা, সাং-মোড়াকর, থানা-লাখাই, জেলা-হবগিঞ্জ, ৩। সজীব মিয়া(২৬), পিতা-রঙ্গু মিয়া, সাং-মালঞ্চপুর, থানা-মাদবপুর, জেলা-হবিগঞ্জগনকে আটক করে। এ সময় ধৃত আসামীদরে দখলে থাকা ০১ টি প্রাইভেট কার তল্লাশী করে (ক) ১৫০ (একশত পঞ্চাশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ধৃত আসামীদর নিকট হতে (খ) ০৩ টি মোবাইল ও (গ) নগদ ১০০০/- টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদরেকে প্রাথমকি জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা মাদক কারবারী চক্রের সদস্য। উক্ত আসামীগণ মাদক ব্যবসা পরিচলনা করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে
প্রতিনিতি অভিনব কৌশল অবলম্বন করতো।
এ বষিয়ে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলা আসামী হস্তান্তর প্রক্রয়িাধীন।