ঠাকুরগাঁও (২-আখানগর) যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে
- আপডেট টাইম : ১১:৪২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
- / ১৭৩ ৫০০০.০ বার পাঠক
ঠাকুরগাঁও রুহিয়ায় আখানগর ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস।
১৯৭১ সালের এই দিনে ৩০ লক্ষ্য মানুষের জীবনের বিনিময়ে ও লক্ষাধিক মা, বোনের সম্ভ্রমের বিনিময়ে দীর্ঘ ৯ মাস রক্তখয়ি যুদ্ধের পর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণ মাধ্যমে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশের জন্ম হয়।
দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের উদয়ের সাথে সাথে আখানগর ইউনিয়ন পরিষদে দলীয় পতাকা উত্তোলন, শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, শহীদ মিনারে প্রাঙ্গনে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। একে একে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন আখানগর ইউনিয়ন আওয়ামীলীগ, ছাএলীগ, যুবলীগ, কৃষক লীগ স্বেচ্ছাসেবক লীগ মুক্তিযুদ্ধার সন্তানসহ মহিলালীগ। পুস্পা অর্পন শেষে শহীদের স্মরণে দোয়া প্রার্থনা করা হয়। এ দিনটিকে স্মরণীয় করতে সারাদিনব্যাপী নানা রকম সাংস্কৃতিক আয়োজন করা হয়।