হোমনায় কভার ভ্যানের চাপায় অটো চালক নিহত

- আপডেট টাইম : ১২:৫৮:২৩ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
- / ১১৭ ৫০০০.০ বার পাঠক
কুমিল্লার হোমনায় সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের নৈশ প্রহরী শাহিন(৩২) নামে একজন নিহত হয়েছে।
রবিবার (১০ ডিসেম্বর) রাত ৩ টার দিকে গৌরীপুর- হোমনা সড়কের ব্রাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিন(৩২) উপজেলার হোমনা পূর্ব পাড়ার রফিকুল ইসলাম (রবি) মিয়া ছেলে এবং সে হোমনা আর্দশ উচ্চ বিদ্যালয়ে নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
হোমনা থানা সূত্রে জানা গেছে ১০ ডিসেম্বর রাত ৩ টার দিকে গৌরীপুর থেকে আসা একটি কভার ভ্যান ঢাকা মেট্র-ট ১৩৩৩১১ একটি অটোরিকশাকে চাপা দিলে অটো চালক শাহিন আহত হয়।পরে তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক ঢাকা রেফার করেন। ঢাকা নেওয়ার সময় সে রাস্তায় মারা যায়।পুলিশ কভার ভ্যান সহ চালকে আটক করে।
নিহত শাহিন এর বাবা রফিকুল ইসলাম(রবি) বলেন,সড়ক দুর্ঘটনায় আমার ছেলে মারা গেছে এতে কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমি কোনো মামলা করবো না।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানায় নিহত পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।