সিএমপি কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

- আপডেট টাইম : ০২:৩৬:০৫ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
- / ১৫৭ ৫০০০.০ বার পাঠক
সিএমপি চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ী আটক করেছে।
৫ ডিসেম্বর ২৩ ইং রাতে কোতোয়ালী থানাধীন নতুন রেলওয়ে ষ্টেশন সংলগ্ন ৭নং বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর থেকে এই মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটক ব্যবসায়ীর নাম মোঃ জোহার প্রঃ হাশিম প্রঃ হাসেম -৪২-সে কক্সবাজার জেলায় টেকনাফ থানাধীন বালুখালী, ৯নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত ছিদ্দিকের ছেলে।
এবিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম ওবায়েদুল হক।
কোতোয়ালী থানার এনায়েত বাজার ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ মোমিনুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন নতুন রেলওয়ে ষ্টেশন সংলগ্ন ৭নং বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী মোঃ জোহার প্রঃ হাশিম প্রঃ হাসেম- ৪২-কে আটক করা হয়। এসময় তার হেফাজত হতে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে জানায় , উক্ত ইয়াবা কক্সবাজার জেলার টেকনাফ এলাকা হতে ক্রয় করে চট্টগ্রামে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসেন পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ফাড়িঁর ইনচার্জ মোঃ মোমিনুল হাসান