জব্দ করে রাখা মামলার আলামত বাসে আগুন, গ্রেফতার ১
- আপডেট টাইম : ১০:২৫:৪০ পূর্বাহ্ণ, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
- / ১২২ ৫০০০.০ বার পাঠক
চট্টগ্রাম নগরীর সিএমপি পাহাড়তলী পুলিশ ফাঁড়ির সামনে মামলার আলামত হিসেবে জব্দ করে রাখা একটি বাসে আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুষ্কৃতিকারীরা। এ ঘটনায় খুলশী থানা পুলিশ অভিযান চালিয়ে জড়িত এক যুবককে গ্রেপ্তার করেছে।
৩ ডিসেম্বর ২৩ ইং নগরীর খুলশী থানাধীন আমবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত যুবকের মোঃ লিটন (২১), নোয়াখালী জেলার চর জব্বার থানার মোঃ নেছার উদ্দিনের ছেলে। সে নগরীর খুলশী এলাকার সেন্ট গ্রেগরিস হাই স্কুলের পিছনে ভাড়া ঘরে বাস করে।
খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার বলেন, গত ৩০ নভেম্বর রাতে পাহাড়তলী পুলিশ ফাঁড়ির সামনে মামলার আলামত হিসেবে রাখা একটি বাসে অজ্ঞাত কয়েকজন দুষ্কৃতিকারী আগুন দিয়েছিল । পরে অভিযান চালিয়ে এ ঘটনার সঙ্গে জড়িত মোঃ লিটন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, তাকে আদালতে পাঠানো হলে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বাসে আগুন দেওয়ার জড়িত থাকার কথা সে স্বীকার করে। একইসাথে এ ঘটনার সাথে জড়িত আরও কয়েকজনের নামও জানিয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।