খুলনা পাবলিক কলেজে শিক্ষার্থী’দের অভিভাবকদের জিম্মি করে -টাকা আদায় -এঁর চেষ্টা
- আপডেট টাইম : ০৬:৫৫:০৮ পূর্বাহ্ণ, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
- / ১০২ ৫০০০.০ বার পাঠক
সূএ তথ্য মতে জানায় – বাংলাদেশ – এঁর – খুলনা সিটি কর্পোরেশন এলাকা’র বয়রা নামক স্হানে – খুলনা পাবলিক কলেজ অবস্হিতো, কলেজেটির এক সময়ে অনেক সুনাম ছিলো, ইদানীং খুলনা পাবলিক কলেজে শুরু হয়েছে – পাশ বানিজ্য’র – প্রতারনার ফাঁদ!। শিক্ষার্থী’দের অভিভাবকদের কাছ থেকে শিক্ষার্থীদের পাশ করানোর কথা বলে – অবৈধ ভাবে টাকা চাওয়ার ঘটনাও ঘটে। টাকা না দিলে পরীক্ষার্থীদের ফেল করানোর হুমকিও দেয়া হয়েছে, এক অভিবাবক বলে – আমি আপনাদের টাকা দিলাম না, কিন্তু আমার সন্তান ভালো পরীক্ষা দিলো আপনারা তাঁকে কি করে ফেল করাবেন? উওরে অসাধু সহকারী ফিন্সিপাল বলে – পরীক্ষা’র খাতাতো আমার কাছে থাকে, অভার রাইটিং করে দিলে’ই আপনার সন্তান ফেল, একধরনের জিম্মি করে টাকা নেয়ার ফন্দি এটা – মনে করে – খুলনা’র সুশীল সমাজ। সরেজমিনে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করে জানা যায় – খুলনা পাবলিক কলেজ পরিচালনা কমিটি’দ্বয় ও শিক্ষক’দ্বয় – দিন দিন নেশা গ্রস্ত হয়ে পরছে, রাতে খুলনা পাবলিক কলেজ – এঁর – ভবনে বসে – নেশা ও জুয়া’র আড্ডা, উক্ত সব অপকর্মের টাকা জোগান দিতে – খুলনা পাবলিক কলেজ – এঁর – লোকজন – অবৈধ ভাবে টাকা ইনকাম – এঁর – চেষ্টা করে, তাঁদের উক্ত’সব অপকর্মে বিরক্ত হয়ে – অনেক শিক্ষার্থী খুলনা পাবলিক কলেজ থেকে বের হয়ে – অন্য শিক্ষা প্রতিষ্ঠানে চলে গেছে। এতে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার হারাচ্ছে – আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন – এঁর – আগে – ভাবমূর্তি!। এলাকা’র লোকজন জানায় – জামায়াত ইসলাম – এঁর – মতো যুদ্ধাপরাধী দল – এঁর – সদস্য’রা – খুলনা পাবলিক কলেজ – এঁর – পরিচালনা’দ্বয়ে ও শিক্ষক’দ্বয়ে থেকে – বাংলাদেশে অরাজকতা সৃষ্টি’র চেষ্টা করছে, এই মুহূর্তে যদি বাংলাদেশ পুলিশ ও শিক্ষা মন্ত্রনালয় – উক্ত দু্ষ্কৃতকারী’দের লাগাম না টেনে ধরে – তবে – বাংলাদেশে আরেকটি ১/১১ হতে পারে – মনে করে শিক্ষাবিদগন। উক্ত দু্ষ্কৃতকারীদের তাড়াতাড়ি আইন – এঁর – আওতায় এনে – সাজা প্রদান করে – খুলনা’য় শিক্ষা’র পরিবেশ ফিরিয়ে আনার অনুরোধ জানায় – বাংলাদেশ – এঁর – সুশীল সমাজ – বাংলাদেশ পুলিশ ও শিক্ষা মন্ত্রনালয় – এঁর – প্রতি।