কিশোরগঞ্জে ভৈরব নাটালের মোড় থেকে বিপুল পরিমান বিদেশী মদ পাচারকালে ০২ (দুই) মাদক আটক
- আপডেট টাইম : ০৫:৩৫:০৪ পূর্বাহ্ণ, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
- / ১৩৬ ৫০০০.০ বার পাঠক
নাটালের মোড় থেকে বিপুল পরিমান বিদেশী মদ পাচারকালে ০২(দুই) মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প।
০১টি পাজেরো গাড়ী জব্দ।
বাংলাদেশ র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৭ নভেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ রাত অনুমান ০৩.০০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন নাটালের মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১।মোঃ আলমগীর হোসেন(২৬), পিতা-আঃ মান্নান, সাং-ফান্দু, থানা জৈন্তিয়া, জেলা-সিলেট গ্রেফতার ও আইনের সহিত সংঘাতে জড়িত শিশুকে আইনের হেফাজতে নেন।এ সময় ধৃত আসামী ও আইনের হেফাজতে নেওয়া শিশুর দখলে থাকা ০১টি পাজেরো গাড়ী তল্লাশী করে ২০০ (দুই শত) বোতল বিদশী মদ (১৫০ লিটার) উদ্ধার করতঃ জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী ও আইনের হেফাজতে নেওয়া শিশুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা মাদক কারবারী চক্রের সদস্য। উক্ত আসামী ও আইনের হেফাজতে নেওয়া শিশু মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করতো। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে ধৃত আসামী ও আইনের হেফাজতে নেওয়া শিশুর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় হস্তান্তর করা প্রক্রিয়াধীন।