অপমৃত্যু হওয়ার পর – পুলিশ কর্মকর্তা এসআই – মিল্টন কুন্ডুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে – পুলিশ

- আপডেট টাইম : ০৩:৫২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
- / ৩৮৬ ১৫০.০০০ বার পাঠক
তথ্য মতে জানা যায় – বাংলাদেশের গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পশ্চিম থানার ভিতর থেকে পুলিশ কর্মকর্তা – এস আই মিল্টন কুন্ডু’র ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতো – ১৭ ই অক্টোবর ২০২৩ ইং তারিখ মঙ্গলবারে রাত সাড়ে ৯ টার দিকে টঙ্গী পশ্চিম থানার পুলিশ ব্যারাক থেকে তাঁর ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে – বাংলাদেশ পুলিশের বিশেষ টিম। নিহতো পুলিশ কর্মকর্তা নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার ধুপপাশা গ্রামের বাসিন্দা ছিলো। তিনি টঙ্গী পশ্চিম থানার উপ – পরিদর্শক হিসেবে কর্মরত ছিলে। আরো জানা যায় – গতো ৩ রা অক্টোম্বর গাজীপুর মেট্রোপলিটন এঁর পুবাইল থানা থেকে বদলি হয়ে টঙ্গী পশ্চিম থানায় যোগদান করে মিল্টন কুণ্ড। যোগদানের পর থেকেই তিনি নিজেকে সবার থেকে আড়াল করে রাখতেন, উক্ত বিষয়ে পুবাইল থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলে – নিহতো মিল্টন কুণ্ড যখন পুবাইল থানায় কর্মরত ছিলো তখন তিনি প্রায়ই সময় অন্যমনস্ক হয়ে থাকতো, সবার থেকে নিজেকে আড়াল করে রাখতো। তাঁকে কোনো কাজ দিলে সে বলতো তিনি মানসিক সমস্যায় ভুগছেন। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম বলে – পুলিশ সদস্য মারা গেছে উক্ত বিষয়ে পরে আরো বিস্তারিত জানানো হবে – মিডিয়ার কাছে।