কাশিমপুরে নুরুজ্জামান চিশতী-আল- বরিয়াবরি ওরস মোবারক অনুষ্ঠিত

- আপডেট টাইম : ০৫:৫৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
- / ১৭৪ ৫০০০.০ বার পাঠক
আজ মঙ্গলবার ১০ অক্টোবর গাজীপুর কাশিমপুরে মাধবপুর চিশতীর মোড়ে দোয়া, মিলাদ মাহফিল ও জলসায়ে ছামা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আওলাদে রাসূল নবী করীম (সা:) এর ৪১ তম যুগ শ্রেষ্ঠ অলি হযরতুল আল্লামা শাহ্ সূফি সৈয়দ হাসিব আল- হাসান আল চিশতী নিজামি (রাহ:) এর গদীনিশীন একমাত্র শাহ্জাদা আওলাদে রাসূল নবী করিম (সাঃ) এর ৪২ তম বংশধর হযরতুল আল্লামা শাহ্ সুফি সৈয়দ আরাফাত আল হাসান রিজভী আল চিশতী নিজামী সাহেবের আদেশক্রমে মরহুম মতিউর রহমান চিশতীর ওফাত দিবস উপলক্ষে এই দোয়া, মিলাদ মাহফিল ও জলসায়ে ছামা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়া, মিলাদ মাহফিল ও জলসায়ে ছামা অনুষ্ঠানে সঞ্চালনায় মোঃ শওকত ইমরান মোল্লা সাংগঠনিক সম্পাদক কাশিমপুর থানা আওয়ামী লীগ,
মঙ্গলবার সন্ধ্যা থেকে দোয়া, মিলাদ মাহফিল ও জলসায়ে ছামা অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এড. আ.ক.ম মোজাম্মেল হক – এমপি
মাননীয় মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন , বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট আজমতুল্লাহ খান সভাপতি গাজীপুর মহানগর আওয়ামী লীগ।
উদ্ধোধক জনাব মোঃ আতাউল্লাহ মন্ডল সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামী লীগ। ও সভাপতিত্ব করেন জনাব ডা: খলিলুর রহমান সভাপতি ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ গাজীপুর মহানগর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন সভাপতি কাশিমপুর থানা আওয়ামীলীগ, আলহাজ্ব মির আসাদুজ্জামান তুলা সাধারণ সম্পাদক কাশিমপুর থানা আওয়ামী লীগ ৬ নং ওয়ার্ড কাউন্সিলর, ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ সামসুল আলম গায়েন আরো উপস্থিত ছিলেন আব্দুস সালাম আহমেদ আব্বাস ১ নং ওয়ার্ড কাউন্সিলর কাশিমপুর গাজীপুর মহানগর। ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১,২,৩, নং ওয়ার্ডের পারভিন আক্তার সহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে আ খ ম মোজাম্মেল হক বলেন আমাদের দেশে ইসলাম এসেছে যারা অলিয়ে কেরাম কামেল তাদের মাধ্যমে কিন্তু এক ধরনের ধর্মব্যবসায়ী জামাত ইসলামী ও উগ্রপন্থী বোমা হামলা করে, ইসলাম ধর্ম প্রচার করা যায় এইটা বেদআত ওইটা বেদাত বলে মুসলিমদের মধ্যে যে বিভ্রান্তি সৃষ্টি করেন তারা কিন্তু এই দেশে ইসলাম আনেন নাই। বাংলাদেশে ইসলাম এনেছে হযরত (সা:)এর যারা ভক্ত ও অলি, অলিয়ে কামেল তারা এদেশে ইসলাম প্রচার করেছে । যারা কথায় কথায় বেদায়াত বলে তারা প্রকৃত ইসলামের অনুসারী কিনা সেটা মানুষকে একটু ভাবতে হবে। কাজেই তাদের এই বিভ্রান্তিতে এ মিথ্যাচারে ধর্ম নিয়ে যারা ব্যবসা করে তাদের এই মিথ্যা অপব্যাখ্যায় বাংলাদেশের মানুষ প্রশ্নবিদ্ধ অতিতেও হয় নাই ভবিষ্যতেও হবে না বলে জানান তিনি।