মিয়ানমারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের বিরুদ্ধে আরও ২ মামলা
- আপডেট টাইম : ১০:০৩:১৯ পূর্বাহ্ণ, বুধবার, ৩ মার্চ ২০২১
- / ২৫২ ৫০০০.০ বার পাঠক
আন্তর্জাতিক ডেস্ক।।
মিয়ানমারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উয়িন মিন্টের বিরুদ্ধে নতুন আরও দুটি অভিযোগ আনা হয়েছে বলে তার আইনজীবী জানিয়েছেন।
এগুলোর মধ্যে সংবিধান লঙ্ঘনের অভিযোগও রয়েছে বলে বুধবার জানিয়েছেন আইনজীবী খিন মুং জ।
তিনি জানিয়েছেন, এই অভিযোগে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ডের বিধান আছে।
১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করার কয়েক ঘণ্টা আগে ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) নেত্রী অং সান সু চির পাশাপাশি উয়িন মিন্টকেও গ্রেপ্তার করে দেশটির সামরিক বাহিনী।
গ্রেফতারের পর মিন্টের বিরুদ্ধে করোনাভাইরাসের বিস্তার রোধে জারি করা বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগ আনা হয়।
মিন্টের শুনানির দিন কবে নির্ধারণ করা হয়েছে তা জানা যায়নি বলে জানিয়েছেন আইনজীবী মুং জ।
সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারজুড়ে অস্থিরতা বিরাজ করছে। গত প্রায় চার সপ্তাহ ধরে প্রতিদিন দেশটিতে সামরিক শাসনবিরোধী বিক্ষোভ হচ্ছে। প্রথম দিকে সংযম দেখালেও গত কয়েকদিন ধরে বিক্ষোভ দমনে সহিংসপন্থা নিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।
এতে এ পর্যন্ত অন্তত ২১ প্রতিবাদকারী নিহত হয়েছেন। একজন পুলিশ সদস্যও নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।