ভৈরব থানাধীন ভৈরব লঞ্চঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ ০১ চোরাকারবারীকে আটক
- আপডেট টাইম : ০৫:৩২:৫৯ অপরাহ্ণ, শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩
- / ৯৮ ৫০০০.০ বার পাঠক
তারিখ-২৬ আগষ্ট ২০২৩ খ্রিঃ।
কিশোরগঞ্জের ভৈরব থানাধীন ভৈরব লঞ্চঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ ০১ চোরাকারবারীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প।
র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৫ আগষ্ট ২০২৩ খ্রিঃ তারিখ দুপুর অনুমান ১৪.৩০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন লঞ্চঘাট এলকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১। মোঃ কবির হোসেন (৩৮), পিতা- মোঃ ইসকান্দার আলী, সাং-কাটখাল, থানা- মিঠামইন, জেলা- কিশোরগঞ্জকে আটক করেন। এসময় ধৃত আসামীর দখল হত (৩) ৬৯৮৬ প্যাকেট ০১ টি পুরাতন বাটন ফোন উদ্ধার করে জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১১,৫০,০০০/- (এগার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে অবৈধ ভারতীয় প্রসাধনী সামগ্রী দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করেন।
উদ্ধারকৃত ভারতীয় প্রসাধনী সামগ্রী এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন