কাশিমপুরে ডাকতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার
- আপডেট টাইম : ১২:২২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
- / ১৩১ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর মহানগর জি এম পি কাশিমপুর থানার অন্তর্গত তেতইবাড়ী সাকিনস্থ ঘড়ি সাবান ফ্যাক্টরি পার্শে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উপর থেকে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার।
২৪ শে আগস্ট রাত ১ টা ৪৫ মিনিটে ডাকাতি হবে এমন খবর পেয়ে জি এম পি কাশিমপুর থানার চৌকস পুলিশ অফিসার এস আই মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স এ এস আই মোস্তাফিজুর রহমান এ এস আই শাহিন রেজা এ এস আই এনামুল হক কে সঙ্গে নিয়ে ঘটনাস্থল থেকে ডাকাত দলের ৩ সদস্য কে গ্রেফতার করেন,,তাৎক্ষণিক পুলিশের উপস্থিতিতি টের পাইয়া ডাকাত সদস্যদের ৫ থেকে ছয় জন পালিয়ে যেতে সক্ষম হন।
গ্রেফতারকৃত ডাকাত (১).রাব্বি জোয়াদ্দার(২০) পিতা আব্দুল খালেক জোয়াদ্দার সাং হামারা থানা এনায়েতপুর জেলা সিরাজগঞ্জ এপি/ চক্রবর্তী হালিম এর বাড়ির ভাড়াটিয়া
(২)খবির উদ্দিন (১৯)পিতা রিপন মোল্লা সং বেরোইল থানা মোহাম্মদপুর জেলা মাগুরা এপি/সাং চক্রবর্তী মনির এর বাড়ির ভাড়াটিয়া।
(৩)হাবিব প্রামাণিক(২১) পিতা বাদল প্রামাণিক সাং.গোবরেখী থানা এনায়েতপুর জেলা সিরাজগঞ্জ এপি/ সাং মোজারমিল সাবান ফ্যাক্টরির পার্শেই।
গ্রেফতারকৃত ডাকাতদের নিকট থেকে ডাকাতির প্রস্তুতি কাজে ব্যবহৃত আলামত জব্দ (১)টি সুইজ গিয়ার চাকু যাহা খোলা অবস্থায় ১০ ইঞ্চি,, (১)টি ভাজ করা চাকু যাহার আয়তন ৭.৬ ইঞ্চি (১)টি চাপাতি যাহার স্টিলের হাতল সহ ১২ ইঞ্চি।
ডাকাতদের বিরুদ্ধে এস আই মোজাম্মেল হক বাদী হয়ে একটি মামলা রজু করেন যাহার মামলা নং (২৫)ধারা সমূহ ১৮৬০ সালের পেনালকোড (৩৯৯)(৪০২)
গ্রেফতার কৃত আসামীদের আলামত সহ ২৪ শে আগস্ট দুপুর ১২ টায় আদালতে প্রেরন করেন।
মামলার বাদী এস আই মোজাম্মেল হক বলেন কাশিমপুর থানা এলাকায় চোর ডাকাত মাদককারবারী সন্ত্রাস জঙ্গীবাদ যতই কৌশল অবলম্বন করুক কাজ হবেনা ওসি রাফিউল করিম রাফির কাছে পরাজায় বরন করতে হবে কাউকে ছাড় দেওয়া হবেনা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।