গোবিন্দগঞ্জে ওমরা হাজিদের হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত

- আপডেট টাইম : ০১:৩২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
- / ১৯৩ ১৫০০০.০ বার পাঠক
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আরমান আবির সার্ভিসের আয়োজনে ফুলপুকুরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওমরা হাজীদের হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৯,২১,২৪ আগষ্টে আরমান আবির সার্ভিস এজেন্সির মাধ্যমে একশত হজ্ব যাত্রীকে ওমরা হজ্ব পালন করার জন্য রাংলাদেশ থেকে সৌদি আরবে কাবা শরিফ তোয়াব করা এবং হযরত মোহান্মদ সাঃ সহ নবী করিমদের রওজা শরীফ জিয়ারতের জন্য জাবেন। আরমান আবির সার্ভিসের স্বত্বাধিকারী আনোয়ার হোসেন মন্ডল বলেন হজ্ব যাত্রীদের সকল প্রকার সেবা প্রদানে বদ্ধ পরিকর । উত্তর বঙ্গের সকল জেলা থেকে হজ্ব যাত্রীরা এ এজেন্সির মাধ্যমে হজ্ব পালন করতে যাবেন। হজ্ব যাত্রীদের পাস পোর্ট সেবা, টিকিট সেবা, ফিংগার সেবাসহ সকল প্রকার সেবা দিচ্ছেন এ প্রতিষ্ঠানটি। প্রশিক্ষণে ওমরা হজ্ব বিষয়ে বিভিন্ন উপদেশ মুলক কথা এবং হাজীদের ব্যবহায্য ব্যাগ ও উপকরণ সামগ্রী বিতরণ করেন।
ওমরা হজ্বে হাজীদের প্রশিক্ষণে বালুভরা উচ্চ বিদ্যালয়ের অবঃ শিক্ষক এনামুল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের আলোচনা করেন বোরহান উদ্দিন খলসী দাখিল মাদ্রাসা,আনিছুর রহমান রহমান মুক্তার প্রধানশিক্ষক ফুলপুকুরিয়া সরকারী প্রাথমীক বিদ্যালয়।