হোমনায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকের পুরস্কার পেলেন আইয়ুব আলী

- আপডেট টাইম : ০৯:৩১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
- / ১৩৬ ৫০০০.০ বার পাঠক
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকের পুরস্কার পেলেন কুমিল্লার হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আইয়ুব আলী । উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবদুল মান্নান, প্রধান শিক্ষক আমেনা বেগম, অধ্যক্ষ মাওলানা ইমাম হোসেন ও কেএম আতিকুর রহমান, প্রধান শিক্ষক সামসুল হক সরকার, প্রভাষক এসএ শাহীন ও হাবিবুর রহমান, সিনিয়র শিক্ষক মো. আইয়ুব আলী, শিক্ষার্থী আফসানা আফরিন সেজুতি প্রমুখ। পরে
বিভিন্ন ক্যাটাগরিতে কলেজ, স্কুল ও মাদ্রাসার শ্রেষ্ঠ অধ্যক্ষ,শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ৭৫ টি পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক আমিনুল ইসলাম।