রায়পুরে প্রবাসীর বাসভবনে দুর্বৃত্তদের হামলা,ভাংচুর দেশীয় অস্ত্র উদ্ধার
- আপডেট টাইম : ১১:৪৮:১০ পূর্বাহ্ণ, সোমবার, ২৪ জুলাই ২০২৩
- / ১০৪ ৫০০০.০ বার পাঠক
লক্ষ্মীপুরের রায়পুরে পৌরশহরের ৬ নং ওয়ার্ড কাতার প্রবাসী রিয়াজের বাসভবনে ককটেল বোমা ফাটিয়ে আতস্ক দূর্বৃত্তরা।
সন্ত্রাসী হামলা ভাংচুর চালিয়েছেন।
রিয়াজ সুলতান হেডমাষ্টার পাটোয়ারী বাড়ির সিরাজুল ইসলাম শরীফের ছেলে।
প্রবাসী রিয়াজের মা গনমাধ্যমকর্মীদের জানান, একই বাড়ির নিজাম উদ্দিন হায়দার এর সাথে আমাদের দীর্ঘদিন ধরে মামলা পাল্টা মামলা চলে আসছে।
এরই জের ধরে পরিকল্পিত ভাবে আমাদের বসতঘরে সন্ত্রাসী হামলা চালিয়েছেন।
জায়গাজমির দ্বন্ধে গত বছর আমাদের একটি টিনের ঘর পুড়িয়ে দেয় সন্ত্রাসীরা।
এ ঘটনায় আমরা নিজাম হায়দার বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেছি যা এখনো চলমান রয়েছে। রবিবার ২৩ জুলাই সন্ধ্যায় ৮/৯টি মোটর সাইকেল যোগে বাড়ীতে প্রবেশ করে ১৪ /১৫ জন দূর্বৃত্ত দেশীয় অস্ত্র-স্বস্ত্র নিয়ে আমাদের বসতঘরে সন্ত্রাসী হামলা চালিয়েছেন।
এ সময় প্রবাসী রিয়াজের মা ঘরে একা ছিলো, দূর্বৃত্তরা রিয়াজ এর ঘরের দরজা জানালা ভাংচুর করে।
রিয়াজের মা দরজা বন্ধ করে কোন রকমে প্রান বাঁচায়। এ সময় চৌতরদীর্ঘ থেকে এলাকার লোকজন এগিয়ে আসলে দূর্বৃত্তরা কয়েকটি ককটেল বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ঘটনার স্থাল ত্যাগ করে।
খবর পেয়ে রায়পুর থানার উপ-পরিদর্শক এস আই মোঃ ইরফান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনার স্হাল পরিদর্শন করে ও দূর্বৃত্তদের ফেলে যাওয়া দেশীয় একটি ধামা উদ্ধার করে। এ ঘটনায়
প্রবাসী রিয়াজের মা প্রসাশনের নিকট সন্ত্রাসীদের ধরে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে অভিযুক্ত নিজাম হায়দার এর সাথে একাধিক বার যোগাযোগ চেষ্টা করিও তিনার ব্যক্তব্য পাওয়া যায়নি।